Bhaiphonta Mishti: ভাইয়ের পাতে দেদার ট্রেন্ডিং কেক পেস্ট্রি! দেদার বিক্রি মিষ্টি দই, ছানার পায়েস, রসমালাইয়ের!
- Published by:Arpita Roy Chowdhury
- local18
- Reported by:Dipika Sarkar
Last Updated:
Bhaiphonta Mishti: ভাইফোঁটায় মিষ্টিমুখ মাস্ট,তবে মিষ্টির তালিকায় জায়গা করে নিয়েছে ভাইফোঁটা স্পেশাল কেক
advertisement
advertisement
advertisement
advertisement
হরেক রকম কেক মিষ্টির পাশাপাশি এই ভাইফোঁটায় মিষ্টি দই,ছানার পায়েস, রসমালাই ইত্যাদির চাহিদাও থাকে তুঙ্গে। ভাইফোঁটার আগের দিন থেকেই রাতদিন এক করে মিষ্টি তৈরির কাজ শুরু করেছেন কারিগরেরা।প্রসিদ্ধ মিষ্টান্ন ভান্ডারগুলির কারখানায় কুইন্টাল কুইন্টাল ছানা ও দুধের মিষ্টি তৈরি হয়েই চলছে অনবরত। ( ছবি ও তথ্য : দীপিকা সরকা
advertisement
মিষ্টি ব্যবসায়ী অষ্টম ঘোষ জানান, সারাবছর যেকোনও উৎসব অনুষ্ঠানে মিষ্টির চাহিদা থাকলেও ভাইফোঁটায় মিষ্টির চাহিদা কয়েকগুণ বেশি থাকে।এটি এমন একটি উৎসব যেখানে প্রতিটি বাড়িতেই মিষ্টি লাগে।ভাইফোঁটায় বিভিন্ন ভ্যারাইটির মিষ্টি তৈরি করতে হয়। কারণ ভাইফোঁটার থালা সাজাতে নানা রকমের মিষ্টি কেনেন ক্রেতারা।পাশাপাশি ব্যাপক হারে বাড়ে ছানার পায়েস, রসমালাই ও মিষ্টি দইয়ের চাহিদাও। ( ছবি ও তথ্য : দীপিকা সরকার)