রমজানের রোজার শেষে শনিবার সকালে দুর্গাপুর বিধাননগরের একটি ইদগাহে ইদ-উল-ফিতর এর নমাজ পাঠ হয়। ইদ-উল-ফিতরের মধ্য দিয়ে এদিন ইসলামিক ক্যালেন্ডেরের মাস রমজানের সমাপ্তি হয়েছে। পাশাপাশি শুরু হয় শাওয়াল মাস। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই দিনটি খুব আনন্দের সঙ্গে পালন করেছেন।
আরও দেখুন
advertisement
উল্লেখ্য, মুসলিম সম্প্রদায়ের এই উৎসব ইদ মানে আনন্দ উৎসব। যা বারবার ফিরে আসে। ফিতর মানে উপবাস ভঙ্গ করা বা রোজা ভাঙা। রমজানের রোজার শেষে এই ঈদ আসে বলে এর নাম ঈদ-উল-ফিতর। এটি রোজার ইদ হিসেবেও পরিচিত।
আরও দেখুন
শনিবার সকালে সকলে নতুন পোশাক পরে ইদগাহ আসেন নমাজ পড়তে। ঘরে ঘরে ভোজের আয়োজন হয়। আত্মীয়স্বজন, পাড়া - প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়েছেন দুর্গাপুর শিল্পাঞ্চলে।
৮ থেকে ৮০ সকল বয়সী মানুষজনকে ইদের আনন্দে শামিল হতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে ইদগাহে নামাজ পাঠ করতে। ঈদের নামাজ শেষে হয়েছে কুশল বিনিময় করতে দেখা গিয়েছে। অন্যদিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। কমেছে তাপমাত্রার পারদ। ফলে এদিন ঈদের নামাজ পাঠে কিছুটা সুবিধা হয়েছে মানুষের।
Nayan Ghosh