TRENDING:

Eid Mubarak : রমজান শেষ হল, শুরু হল শাওয়াল মাস, জানুন পবিত্র ইদের জানা-অজানা তথ্য

Last Updated:

Eid Mubarak : এদিন ইসলামিক ক্যালেন্ডারে মাস রমজানের সমাপ্তি হয়েছে। পাশাপাশি শুরু হয় শাওয়াল মাস।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান : শনিবার সারা দেশের সঙ্গে পশ্চিমবঙ্গের জেলায়, জেলায় ইদের আনন্দে মাতোয়ারা মানুষ। সকাল থেকে মসজিদগুলির সামনে দেখা গেল মানুষের ভিড়। একমাস রমজানের রোজা শেষে দেখা গেল রোজা ভাঙার আনন্দ। দুর্গাপুরের বিধাননগরের ঈদগাহে দেখা গেল সকাল থেকেই ছিল নমাজপাঠ। অন্যদিকে আসানসোলের মূর্গাসোলেও নমাজপাঠের ভিড় লক্ষ্য করা গিয়েছে। সেখানে হাজির হয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। সেখানে উপস্থিত হয়ে তিনি মানুষকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন।
advertisement

রমজানের রোজার শেষে শনিবার সকালে দুর্গাপুর বিধাননগরের একটি ইদগাহে ইদ-উল-ফিতর এর নমাজ পাঠ হয়। ইদ-উল-ফিতরের মধ্য দিয়ে এদিন ইসলামিক ক্যালেন্ডেরের মাস রমজানের সমাপ্তি হয়েছে। পাশাপাশি শুরু হয় শাওয়াল মাস। দীর্ঘ এক মাস রোজা রাখা বা সিয়াম সাধনার পর মুসলিম সম্প্রদায়ের মানুষেরা এই দিনটি খুব আনন্দের সঙ্গে পালন করেছেন।

আরও দেখুন

advertisement

View More

উল্লেখ্য, মুসলিম সম্প্রদায়ের এই উৎসব ইদ মানে আনন্দ উৎসব। যা বারবার ফিরে আসে। ফিতর মানে উপবাস ভঙ্গ করা বা রোজা ভাঙা। রমজানের রোজার শেষে এই ঈদ আসে বলে এর নাম ঈদ-উল-ফিতর। এটি রোজার ইদ হিসেবেও পরিচিত।

আরও দেখুন

advertisement

শনিবার সকালে সকলে নতুন পোশাক পরে ইদগাহ আসেন নমাজ পড়তে। ঘরে ঘরে ভোজের আয়োজন হয়। আত্মীয়স্বজন, পাড়া - প্রতিবেশীরাও এই আনন্দের অংশীদার হয়েছেন দুর্গাপুর শিল্পাঞ্চলে।

৮ থেকে ৮০ সকল বয়সী মানুষজনকে ইদের আনন্দে শামিল হতে দেখা গিয়েছে। দেখা গিয়েছে ইদগাহে নামাজ পাঠ করতে। ঈদের নামাজ শেষে হয়েছে কুশল বিনিময় করতে দেখা গিয়েছে। অন্যদিকে আবহাওয়ার কিছুটা উন্নতি হয়েছে। কমেছে তাপমাত্রার পারদ। ফলে এদিন ঈদের নামাজ পাঠে কিছুটা সুবিধা হয়েছে মানুষের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Eid Mubarak : রমজান শেষ হল, শুরু হল শাওয়াল মাস, জানুন পবিত্র ইদের জানা-অজানা তথ্য
Open in App
হোম
খবর
ফটো
লোকাল