জানা গিয়েছে, কমলাপুরের ওই মন্দিরটি তৈরি হয়েছে ২০২০ সালে। মন্দিরে রয়েছে শিবলিঙ্গ এবং পাথরের নন্দী মূর্তি। শ্রাবণ মাস ঢুকতেই কমলাপুর এলাকার ওই মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন স্থানীয় এক মহিলা। পুজো দেওয়ার সময় তিনি লক্ষ্য করেন, নন্দী মহারাজের সামনে দুধের বাটি ধরতেই তা শেষ হয়ে যাচ্ছে। খুব দ্রুত খবর ছড়িয়ে পড়ে এলাকায়। স্থানীয় মানুষজন মন্দিরে পুজো দেওয়ার জন্য ভিড় জমাতে শুরু করেন। বাইরে থেকেও বিভিন্ন ভক্তরা এই মন্দিরে পুজো দিতে আসছেন। ঘটনার পর থেকেই মন্দিরে পূজা পাঠ চলছে। শিবলিঙ্গের অভিষেক হচ্ছে। আর সবাই বাটি, গ্লাসে দুধ নিয়ে ধরছেন নন্দী মহারাজের সামনে।
advertisement
আরও পড়ুন: বিয়ের মণ্ডপে বরের সঙ্গে শ্বশুরকেও বিয়ে করে নিলেন কনে! বউ নিয়ে টানাটানি বাবা-ছেলের! ভাইরাল!
আরও পড়ুন:
তবে বিজ্ঞান মঞ্চের সদস্যরা এই ঘটনায় অলৌকিক কিছু ব্যাপার দেখতে পাচ্ছেন না। পদার্থবিদ্যার এক শিক্ষক জানিয়েছেন, এই ধরনের ঘটনা ক্যাপিলারি অ্যাকশন বা সারফেস টেনশনের জন্য হয়। পাথরের তৈরি মূর্তি খুব মসৃণ হলেও সেখানে ক্ষুদ্র ক্ষুদ্র কিছু ছিদ্র থেকে যায়। আর সেখানে জল অথবা দুধ নিয়ে যাওয়া হলে, তা শুষে নেয়। সেজন্যই ওই শিব মন্দিরে এমন ঘটনা হচ্ছে বলে ধারণা বিজ্ঞান মঞ্চের সদস্যদের।
Nayan Ghosh