পুজোর মরশুমে মিনিবাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার্থে বড়সড় এই ঘোষণা করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে পোস্টারিং করেছে সংগঠন দুটি। টোটো, অটোর দৌরাত্ম্য কমাতেই এবার এই পথ অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছে অনেকে।
এই বিষয়ে বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে, পুজোর আগে যাত্রী সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অনেক সময়ই টোটো চালকদের দৌরাত্ম্যের কথা সামনে আসছে। রাস্তাঘাটে অত্যধিক অটো টোটোর ভিড়ে রাস্তায় বাড়ছে যানজট। নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। কিন্তু পুজোর সময় যদি মানুষ বিনামূল্যে বাস পরিষেবা পান তাহলে রাস্তাঘাটে অটো টোটোর ভিড় কমবে। ফলে যানজটও কম হবে।
advertisement
মিনি বাস অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। যাত্রীরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে এখন বাসে উঠলেই যেভাবে ভাড়া দিতে হচ্ছে, তাতে অনেকেই টোটো বা অটো পছন্দ করছেন। ফলে রাস্তাঘাটে গাড়ির ভিড় বাড়ছে। বাড়ছে যানজট। ফলে পুজোর সময় বিনামূল্যে পরিষেবা পেলে সেই ভিড় থেকে মুক্তি পাওয়া যাবে।
যদিও মিনিবাস অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি অটো, টোটো চালকদের। তারা বলছেন, এমনিতেই রাস্তাঘাটে তাদের উপর অনেক রকম বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তার উপর যদি পুজোর সময় তাদের যাত্রী না হয়, তাহলে পেট চালানো দায় হবে।
Nayan Ghosh