TRENDING:

West Burdwan News : পুজোয় বাম্পার সুযোগ! এবার রাস্তায় বিনামূল্যে মিলবে বাস পরিষেবা... কোথায়? আজই জানুন

Last Updated:

রানিগঞ্জ মোড় থেকে রানিগঞ্জ স্টেশন পর্যন্ত বিনা পয়সায় যাত্রী পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আসানসোল, পশ্চিম বর্ধমান: এবার মিনি বাস টক্কর দেওয়া শুরু করল শুরু টোটো অটোর সঙ্গে। পুজোর মুখে চমকে দেওয়া সিদ্ধান্ত শহরের দু’টি মিনিবাস সংগঠনের। পুজোর সময় যাত্রীদের ভিড় সামাল দিতে বিনামূল্যে পরিষেবা দেবে মিনিবাস। ইতিমধ্যে বিনামূল্যে মিনি বাস পরিষেবা দেওয়া শুরু হয়েছে। রানিগঞ্জে নভেম্বরের ১ তারিখ পর্যন্ত যাত্রীদের নির্দিষ্ট রূটে বিনামূল্যে পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মানুষের সুবিধার্থে এই সিদ্ধান্ত নিয়েছে শহরের দুই মিনিবাস সংগঠন। রানিগঞ্জ মোড় থেকে রানিগঞ্জ স্টেশন পর্যন্ত পুজোর সময় মিনিবাস পরিষেবা পাওয়া যাবে বিনামূল্যে।
শহরে চলাচল করা মিনিবাস।
শহরে চলাচল করা মিনিবাস।
advertisement

পুজোর মরশুমে মিনিবাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যাত্রীদের সুবিধার্থে বড়সড় এই ঘোষণা করা হয়েছে।  ইতিমধ্যেই এই বিষয়ে পোস্টারিং করেছে সংগঠন দুটি। টোটো, অটোর দৌরাত্ম্য কমাতেই এবার এই পথ অবলম্বন করা হয়েছে বলে জানিয়েছে অনেকে।

এই বিষয়ে বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানানো হয়েছে,  পুজোর আগে যাত্রী সুবিধার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।  অনেক সময়ই টোটো চালকদের দৌরাত্ম্যের কথা সামনে আসছে। রাস্তাঘাটে অত্যধিক অটো টোটোর ভিড়ে রাস্তায় বাড়ছে যানজট। নাকাল হতে হচ্ছে নিত্যযাত্রীদের। কিন্তু পুজোর সময় যদি মানুষ বিনামূল্যে বাস পরিষেবা পান তাহলে রাস্তাঘাটে অটো টোটোর ভিড় কমবে। ফলে যানজটও কম হবে।

advertisement

মিনি বাস অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রীরা। যাত্রীরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে এখন বাসে উঠলেই যেভাবে ভাড়া দিতে হচ্ছে, তাতে অনেকেই টোটো বা অটো পছন্দ করছেন। ফলে রাস্তাঘাটে গাড়ির ভিড় বাড়ছে। বাড়ছে যানজট। ফলে পুজোর সময় বিনামূল্যে পরিষেবা পেলে সেই ভিড় থেকে মুক্তি পাওয়া যাবে।

advertisement

View More

যদিও মিনিবাস অ্যাসোসিয়েশনের এই সিদ্ধান্ত পছন্দ হয়নি অটো, টোটো চালকদের। তারা বলছেন, এমনিতেই রাস্তাঘাটে তাদের উপর অনেক রকম বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। তার উপর যদি পুজোর সময় তাদের যাত্রী না হয়, তাহলে পেট চালানো দায় হবে।

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News : পুজোয় বাম্পার সুযোগ! এবার রাস্তায় বিনামূল্যে মিলবে বাস পরিষেবা... কোথায়? আজই জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল