রোটারি ক্লাবের পক্ষ থেকে বিনামূল্যে কৃত্রিম অঙ্গ প্রদান করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে সিদ্ধান্ত হয়েছে, দেড়শ জনকে কৃত্রিম অঙ্গ প্রদান করা হবে। ইতিমধ্যেই ৯৩ জনের তালিকা তৈরি করা হয়েছে। রোটারি ক্লাব অফ দুর্গাপুরের প্রেসিডেন্ট উদয় চ্যাটার্জি জানিয়েছেন, ইতিমধ্যেই গত জানুয়ারি মাসের ২৮ এবং ২৯ তারিখে কৃত্রিম অঙ্গ প্রদানের জন্য মাপ নেওয়া হয়েছে। ৯৩ জনের মাপ নেওয়া হয়েছে। আগামী ১১ ফেব্রুয়ারি পর্যন্ত এই মাপ নেওয়ার কাজ চলবে।
advertisement
আরও পড়ুন: বাঁশ-ত্রিপলের অস্থায়ী ঠিকানায় ১২ বছর ধরে চলছে অঙ্গনওয়াড়ি কেন্দ্র
এরই পাশাপাশি সোমবার থেকে শুরু হয়েছে অঙ্গ প্রতিস্থাপনের কাজ। রোটারি ক্লাবের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তিনি বলেন, প্রত্যেক মানুষের মধ্যেই মানুষকে সহায়তা করার একটা বিশেষ চিন্তা থাকে। কিন্তু অনেক সময় তা হয়ে ওঠে না। যে সমস্ত মানুষের অঙ্গহানি হয়েছে, তাঁদের জীবনের পথ চলা অনেকটাই কঠিন হয়ে যায়। তাই তাদের জীবন যুদ্ধ কিছুটা সহজ করে দিতে কৃত্রিম অঙ্গ প্রধানের যে সিদ্ধান্ত রোটারি ক্লাব নিয়েছে তাকে সাধুবাদ জানিয়েছেন মন্ত্রী।
নয়ন ঘোষ