যেখানে শহরের বহু বিশিষ্টজন থেকে শুরু করে শহরের বহু সাধারণ মানুষ, সকলেই ভিড় জমিয়েছিলেন। এই আগমনী কার্নিভাল শহরে দুর্গা পুজোর আমেজকে আরও খানিকটা উজ্জীবিত করে তুলেছে পঞ্জিকা মতে পুজো শুরু হওয়ার আগেই। দুর্গাপুরে বিভিন্ন পুজো উদ্যোক্তা ক্লাবগুলি অর্থাৎ ক্লাব ঐক্যের উদ্যোগে এই আগমনী কার্নিভালের আয়োজন করা হয়েছিল। শহরে দুর্গাপুজোর যে কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে, তারই কিছুটা আগাম চিত্র শহরবাসীর কাছে তুলে ধরতে এই আগমনী কার্নিভালের আয়োজন করা হয়েছিল।
advertisement
আরও পড়ুনঃ এ কি কাণ্ড! 'ট্রেন দুর্ঘটনা'-র ভয়ঙ্কর ছবি আসানসোলে! আসল কারন কি?
দুর্গাপুর ইস্পাত নগরীর লালা রাজপথ রায় রোড থেকে এই আগমনী কার্নিভালের আনুষ্ঠানিকভাবে সূচনা করা হয়। যার উদ্বোধন করেন রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদার। তাছাড়া ওই আগমনী কার্নিভালে হাজির হয়েছিলেন জামুড়িয়ার বিধায়ক হরেরাম সিং। যেখানে হাজির হয়ে সকলেই শহরবাসীকে আনন্দের সঙ্গে পুজো কাটানোর জন্য শুভেচ্ছা জানান। পাশাপাশি দুর্গাপুরে প্রথমবার আয়োজিত হতে চলা পুজো কার্নিভালকে বাংলার কাছে তুলে ধরার জন্য শহরবাসীর সহযোগিতার অনুরোধ জানিয়েছেন তারা।
Nayan Ghosh