Paschim Bardhaman News: এ কি কাণ্ড! 'ট্রেন দুর্ঘটনা'-র ভয়ঙ্কর ছবি আসানসোলে! আসল কারন কি?

Last Updated:

এক নিমেষে দেখে মনে হবে বড়সড় কোনও রেল দুর্ঘটনা। দেখে মনে হবে, এখানে প্রাণহানি হয়েছে অনেকের। বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন।

+
title=

#আসানসোল : এক নিমেষে দেখে মনে হবে বড়সড় কোনও রেল দুর্ঘটনা। দেখে মনে হবে, এখানে প্রাণহানি হয়েছে অনেকের। বহু মানুষ গুরুতরভাবে আহত হয়েছেন। স্বভাবতই এই চিত্র দেখে অন্যদের মনে আতঙ্কিত হওয়ার কথা। কিন্তু আতঙ্ক নয়, চলছিল রেল দফতরের প্রশিক্ষণ। কোনওভাবে দুর্ঘটনা হলে, কিভাবে দ্রুত উদ্ধার কাজ শুরু করা যাবে, কিভাবে যাত্রীদের আইডেন্টিফাই করা যাবে, কিভাবে প্রাণহানি কমানো যাবে, সেই সব বিষয়ে প্রশিক্ষণের জন্যই পূর্ব রেলের তরফ থেকে একটি সারপ্রাইজ মক ড্রিলের আয়োজন করা হয়েছিল।
ট্রেন দুর্ঘটনা হলে রেলের গাফিলতির অভিযোগ ওঠে বারবার। বাস্তবিক চিত্রে দেখা যায়, সঠিক পদক্ষেপ করতে বিলম্ব হওয়ার জন্য দুর্ঘটনার ভয়াবহতা বাড়ে। সাধারণের অভিযোগের তীরে বিদ্ধ হতে হয় রেলকে। তাই সেই অভিযোগ থেকে মুক্তির জন্য দুর্ঘটনা হলে তৎক্ষণাৎ পদক্ষেপের জন্য বিশেষ এই মহড়ার আয়োজন করা হয়েছিল। রেল দুর্ঘটনা হলে কিভাবে উদ্ধার কার্যে দ্রুত হাত লাগানো যায়, কিভাবে মৃতদেহ থেকে শুরু করে আহত ব্যক্তিদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পৌঁছানো যায়, তারই মহড়া হয়ে গেল আসানসোল স্টেশন সংলগ্ন এলাকায়।
advertisement
আরও পড়ুনঃ রাইফেল ক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আপ্লুত শত্রুঘ্ন সিনহা
এদিন সেখানে উপস্থিত ছিলেন আসানসোল রেল ডিভিশনের ডিআরএম প্রেমানন্দ শর্মা। এদিন সকালে রীতিমতো রেল ট্র‍্যাকে মডেল বগি উল্টে, মডেল মৃতদেহ এবং মডেল আহতদের ব্যবস্থা করা হয়েছিল। মহড়া চলাকালীন তাদের উদ্ধার করতে তৎপরতার সঙ্গে রেলের উদ্ধারকারী দল ঝাঁপিয়ে পড়ে। দুর্ঘটনার সময় করণীয় সবকিছুই এই মহড়ায় দেখানো হয়েছে। মহড়া দেখে খুশি আসানসোল রেল ডিভিশনের ডিআরএম প্রেমানন্দ শর্মা।
advertisement
advertisement
আরও পড়ুনঃ সেফ জোন তৈরি করেই চলছে গরু পাচার! হচ্ছে ভিনরাজ্য থেকেও
তিনি জানিয়েছেন, এইরকম ঘটনা আসুক, সেটা আমরা চাই না। কিন্তু যদি এই ধরনের দুর্ঘটনা ঘটে, তার জন্য রেল সর্বদা তৎপর। আর তাই সেই তৎপরতার মহড়া বা মকড্রিল আমরা করলাম। যাতে আমরা আরও ভালভাবে প্রস্তুত থাকতে পারি দুর্ঘটনাগ্রস্থদের উদ্ধার করতে।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: এ কি কাণ্ড! 'ট্রেন দুর্ঘটনা'-র ভয়ঙ্কর ছবি আসানসোলে! আসল কারন কি?
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement