Paschim Bardhaman News: রাইফেল ক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আপ্লুত শত্রুঘ্ন সিনহা
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
আসানসোলে অনুষ্ঠিত হল ইস্ট ইন্ডিয়া শুটিং চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আসানসোল রাইফেল ক্লাবে।
#আসানসোল : আসানসোলে অনুষ্ঠিত হল ইস্ট ইন্ডিয়া শুটিং চ্যাম্পিয়নশিপের চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা। চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় আসানসোল রাইফেল ক্লাবে। গত ১৮ সেপ্টেম্বর থেকে ইস্ট ইন্ডিয়া শুটিং চ্যাম্পিয়নশিপ শুরু হয়েছিল আসানসোল রাইফেল ক্লাবে। এই বছর ষষ্ঠতম ইস্ট ইন্ডিয়া শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হল। পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড, বিহার, ওড়িশা এবং ছত্রিশগড় - এই পাঁচটি রাজ্যকে নিয়ে ইস্ট ইন্ডিয়া শুটিং চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত হয়েছে। মোট ৫৫০ জন খেলোয়াড় এই শুটিং চ্যাম্পিয়নশিপে অংশ নিয়েছিলেন।
গত ১৮ সেপ্টেম্বর থেকে টানা এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিভিন্ন রাজ্য থেকে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শুটাররা পারফরম্যান্স দিয়েছেন। উল্লেখ্য, এই ৫৫০ জন প্রতিযোগীর মধ্যে অনেকেই ন্যাশনাল শুটিং চ্যাম্পিয়নশিপে সুযোগ পেয়েছেন। যা আগামী নভেম্বর মাসে অনুষ্ঠিত হবে। পাঁচ রাজ্যের এই খেলোয়াড়দের মধ্যে অনেকেরই সম্ভাবনা রয়েছে আগামী দিনে জাতীয় স্তরে প্রতিযোগিতা অংশ নেওয়ার জন্য।
advertisement
আরও পড়ুনঃ সেফ জোন তৈরি করেই চলছে গরু পাচার! হচ্ছে ভিনরাজ্য থেকেও
আসানসোল রাইফেল ক্লাবের সভাপতি বি কে ঢল জানিয়েছেন, মোট ৩০ টি ইভেন্ট ছিল এই ইস্ট ইন্ডিয়া শুটিং চ্যাম্পিয়নশিপে। প্রতিটি ইভেন্টে তিনটি করে পুরস্কার ছিল। চূড়ান্ত পর্বের শেষে মোট ৩০ টি ইভেন্ট থেকে ৯০ জনকে এই পুরস্কার তুলে দেওয়া হয়েছে। চূড়ান্ত পর্ব এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা। তিনি নিজেও রাইফেল ক্লাবে রাইফেল চালিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন।
advertisement
advertisement
আরও পড়ুনঃ রাগ মেটাতে বাইকে আগুন! পড়ুয়াদের কাণ্ড জানলে চমকে উঠবেন
তিনি বলেন, খুব ভাল লাগল এখানে এসে। এই খেলোয়াড়দের মধ্যে অনেকেই সম্ভাবনাময় রয়েছেন। অন্যদিকে তিনি ছাড়াও এদিন উপস্থিত ছিলেন ইস্কোর ইডি রাজিব কুমার। প্রতিযোগীদের উৎসাহিত করতে হাজির ছিলেন রাজ্য এবং রাজ্যের বাইরের বহু প্রতিষ্ঠিত শুটার। তারা সকলে মিলে দিন কৃতী অংশগ্রহণকারীদের হাতে পুরস্কার তুলে দিয়েছেন।
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
September 23, 2022 3:02 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: রাইফেল ক্লাবের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে আপ্লুত শত্রুঘ্ন সিনহা