আরও পড়ুন: স্বল্প পরিকাঠামোতেই বাজিমাত, পুরুলিয়ার সরকারি হাসপাতালে সফল জটিল অস্ত্রোপচার
পুজো যত এগিয়ে আসছে, ততই চিন্তা বাড়ছে মৃৎশিল্পীদের। এইভাবে লাগাতার বৃষ্টি হলে কীভাবে তাঁরা প্রতিমা তৈরির কাজ শেষ করবেন বুঝে উঠতে পারছেন না। অথচ হাতে সময় খুব কম। যা অর্ডার পেয়েছেন তা সময়মত ডেলিভারি দিতে হবে। অন্যদিকে দুর্গাপুজো শেষ হলেই আরও অন্যান্য পুজো রয়েছে। সবমিলিয়ে আশ্বিনের বৃষ্টি গলার কাঁটা হয়ে উঠেছে মৃৎশিল্পীদের।
advertisement
মৃৎশিল্পীরা বলছেন, এমনিতেই প্রতিমা তৈরি করতে খরচ অনেক বেড়ে গিয়েছে। অথচ সেইভাবে প্রতিমার দাম বাড়ানো যায়নি। পুজোর আগে খুব বিশেষ হাতে সময় নেই। যা প্রতিমার অর্ডার রয়েছে সেগুলিকে এখন থেকেই শুকনো করার কাজ শুরু করতে হবে। ভাল করে প্রতিমা না শুকনো হলে ভালভাবে রং করা যাবে না। প্রতিমাকে সাজিয়ে তোলা যাবে না।
কিন্তু টানা বৃষ্টি হয়ে চলায় প্রতিমা শুকনো করা রীতিমতো কষ্টসাধ্য হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতিতে ওয়ার্কশপের ভেতরেই মূর্তি শুকনো করতে হবে। পাখা চালিয়ে সেই কাজ করতে হবে। এর জন্য খরচ অনেকটাই বাড়বে। তাই শিল্পীদের প্রার্থনা, যত দ্রুত সম্ভব এবার বৃষ্টি থেমে একটু রোদের মুখ দেখা যাক।
নয়ন ঘোষ





