স্থানীয়দের অভিযোগ, এক আধ বছর নয়, দশ বছর ধরে আবেদনের পরেও চাতালডাঙা গ্রামের ভিতরের রাস্তা পাকা করা হয়নি। শুধু তাই নয়, মোরাম বা ছাইও দেওয়া হয়নি রাস্তাগুলিতে। এদিকে ভোট এলেই নেতাদের প্রতিশ্রুতি শোনা যায়। ভোট আসে আর নেতারাও আসেন চাতালডাঙায়। প্রতিশ্রুতি দেওয়া হয় রাস্তা পাকা করে দেওয়া হবে বলে। জঙ্গলঘেরা গ্রামে পথবাতি দেওয়া হবে।
advertisement
আরও পড়ুনঃ ভ্রাতৃত্বের বন্ধনের ডাক দিয়ে রাখি বন্ধন উৎসব পালন তৃণমূলের
কিন্তু বাস্তবে তা দেওয়া হয় না। এদিকে বছর চার পাঁচ আগে ADDA-র পক্ষ থেকে রাস্তা পাকা করার জন্য মাপজোপ করে যাওয়া হয়েছিল। প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল রাস্তা দ্রুত পাকা করে দেওয়া হবে। কিন্তু বছর গড়িয়ে গেলেও রাস্তা পাকা হয়নি। স্থানীয়দের আরও অভিযোগ, বর্ষাকালে রাস্তায় চলা যায় না।
আরও পড়ুনঃ সরকারি প্রকল্পের প্রচারে লোক শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা
স্কুল যাওয়ার এবং টিউশনি যাওয়ার পথে চরম সমস্যায় পড়ে পড়ুয়ারা। রাতে গ্রামে ফেরা সমস্যা হয়। কারন কোনও পথবাতি থাকে না।চাতালডাঙা গ্রামের বাসিন্দার বলছেন, তাদের দাবির বিষয়ে কেউ গুরুত্ব দেয় না। কিন্তু এবার তাদের দাবিকে গুরুত্ব না দিলে পঞ্চায়েত ঘেরাও করে তারা দাবি আদায় করবেন।
Nayan Ghosh