Paschim Bardhaman: সরকারি প্রকল্পের প্রচারে লোক শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা

Last Updated:

আসানসোলে লোক শিল্পীদের নিয়ে বিশেষ একটি কর্মশালার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে।

+
title=

#আসানসোল : আসানসোলে লোক শিল্পীদের নিয়ে বিশেষ একটি কর্মশালার আয়োজন করা হয়েছে জেলা প্রশাসনের উদ্যোগে। লোক শিল্পীদের প্রশিক্ষণ দেওয়ার উদ্দেশ্য নিয়ে তিন দিনের একটি বিশেষ কর্মশালার আয়োজন করা হয়েছে আসানসোলের রবীন্দ্র ভবনে। রাজ্যের সরকারি প্রকল্পগুলির বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে এই উদ্যোগ নেওয়া হয়েছে। যাতে করে প্রতিটি মানুষ রাজ্যের সমস্ত সরকারি প্রকল্পগুলির সুবিধা লাভ করতে পারেন তার জন্য এই পদক্ষেপ। মূলত গানের সহজ ভাষার মাধ্যমে প্রকল্পগুলি তুলে ধরতে চাওয়া হয়েছে মানুষের কাছে। এর ফলে যেমন সাধারণ মানুষ রাজ্য সরকারের প্রকল্পগুলি নিয়ে অবগত হবেন, তেমনভাবে গানের মাধ্যমে প্রচার করে কিছুটা উপার্জনের দিশা খুঁজে পাবেন লোকশিল্পীরা।
এই দুই উদ্দেশ্য নিয়ে বিশেষ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে আসানসোলের রবীন্দ্র ভবনে তিন দিনের জন্য। তিন দিনের জন্য আয়োজিত এই প্রশিক্ষণ কর্মশালায় জেলার একাধিক ছোট বড় লোকশিল্পী অংশগ্রহণ করেছেন। রবীন্দ্র ভবনের মঞ্চে তারা নিজেদের গান শুনিয়েছেন।
আরও পড়ুনঃ স্বাধীনতার ৭৫ তম বর্ষপূর্তি, হর ঘর তিরঙ্গায় পড়ুয়াদের হাতে জাতীয় পতাকা
রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলিকে কেন্দ্র করে লোকশিল্পীরা যে সমস্ত গান বেঁধেছেন এবং সুর দিয়েছেন, সেগুলি এই প্রশিক্ষণ কর্মশালায় পেশ করেছেন তারা। পাশাপাশি অনেক নতুন শিল্পীদেরও আমন্ত্রণ জানানো হয়েছিল, যাতে করে তারাও প্রশাসনের এই উদ্যোগের হাত ধরে উপার্জনের দিশা খুঁজে পান।
advertisement
advertisement
আরও পড়ুনঃ ১ কেজি ডালে হয় ২০০ পড়ুয়ার রান্না! মারাত্মক অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে
অন্যদিকে জেলার প্রতিটি জায়গায় থাকা মানুষও এই লোক শিল্পীদের মাধ্যমে সরকারি প্রকল্প গুলি সম্বন্ধে জানতে পারেন, তার জন্যও এই উদ্যোগ। প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষ। পাশাপাশি এই পদক্ষেপের জন্য প্রশাসনকে সাধুবাদ দিয়েছেন লোক শিল্পীরা।
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: সরকারি প্রকল্পের প্রচারে লোক শিল্পীদের নিয়ে বিশেষ কর্মশালা
Next Article
advertisement
Cyclone Montha Update: উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে? ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে
উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ ! ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে, ঘূর্ণিঝড়ের কী প্রভাব এরাজ্যে?
  • উপকূলের দিকে এগোচ্ছে ‘মন্থা’ !

  • কতটা ক্ষয়ক্ষতির আশঙ্কা অন্ধ্রে?

  • ঘূর্ণিঝড়ের প্রভাব এরাজ্যে কতটা পড়তে পারে

VIEW MORE
advertisement
advertisement