আরও পড়ুন: খেলা দেখে ফেরার পথে দুর্ঘটনায় মৃত ২
রাত ১০ টা নাগাদ আসানসোল দক্ষিণ থানার এসবি গড়াই রোডের এক মদের দোকানে এই লুটপাট চলে। দোকানের কর্মী শ্যামল দত্ত জানান, সন্ধে সাড়ে ন’টা নাগাদ দোকানের শাটার বন্ধ করে দেওয়া হয়। এরপর ভেতরে সহকর্মী সন্দীপ পালের সঙ্গে তিনি হিসেব মেলানোর কাজ করছিলেন। হঠাৎ দশটা নাগাদ তিনজন দুষ্কৃতী শাটার খুলে ভেতরে ঢুকে পড়ে। বন্দুকের বাঁট দিয়ে তাঁদের মারধর করে বলে শ্যামলবাবুর অভিযোগ। এরপর নগদ চার লক্ষের বেশি টাকা নিয়ে তারা চম্পট দেয়। তিনজন দুষ্কৃতীর মধ্যে একজন মুখে কাপড় বেঁধে ছিল বলে জানা গিয়েছে। দু’জন হিন্দিতে কথা বলছিল।
advertisement
মদের দোকানে লুটপাটের এই গোটা দৃশ্য সেখানকার সিসিটিভিতে ধরা পড়েছে। সেই ফুটেজ দেখেই তদন্তে নামে আসানসোল দক্ষিণ থানার পুলিশ। জেলা হাসপাতাল চত্বরে থেকে প্রতাপ দাস নামে এক অভিযুক্তকে গ্রেফতার করে। সিসিটিভি ফুটেজ দেখেই প্রতাপকে চিহ্নিত করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। বাকি দুই দুষ্কৃতীর খোঁজে তল্লাশি চলছে।
নয়ন ঘোষ