তাদের দাবি, কিভাবে লালন শেখের মৃত্যু হল - সেই সত্যিই সামনে আনতে হবে। পাশাপাশি বিক্ষোভের সময় সাধারণ মানুষ ইঙ্গিত করেছেন, সিবিআই এর তদন্ত সঠিক পথে হচ্ছে না। পাশাপাশি তাদের অভিযোগ, পক্ষপাতীত্বের বশে রাজ্যের শাসকদলের নেতাদের লক্ষ্য করছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থাটি। উল্লেখ্য, বগটুই কাণ্ডের তদন্তে নেমে লালন শেখকে গ্রেফতার করেছিল কেন্দ্রীয় তদন্তকারী গোয়েন্দা সংস্থা। সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্পের হেফাজতে ছিলেন লালন শেখ। কিন্তু হঠাৎ করে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়েছে। আর তারপর থেকেই রাজনৈতিক মহল থেকে শুরু করে রাজ্যের বিভিন্ন মহলের শুরু হয়েছে নানা আলোচনা, বিতর্ক।
advertisement
আরও পড়ুনঃ মাদ্রাসা পাড়ায় রাজমিস্ত্রির বাড়িতে জোরালো বিস্ফোরণ! কারণ কি? তদন্তে পুলিশ
এসবের মধ্যেই অভিযুক্তের স্ত্রী দাবি করেছেন, লালন শেখ আত্মহত্যা করেন নি। তাকে খুন করা হয়েছে। আর এমন ঘটনার জেরে স্বভাবতই বেকায়দায় পড়েছে সিবিআই। সেই ঘটনার রেশ ধরে এদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে বিক্ষোভ দেখানো হল দুর্গাপুরে। দুর্গাপুরের সিবিআই এর অস্থায়ী ক্যাম্পের সামনে নানান অভিযোগ তুলে বিক্ষোভ দেখিয়েছেন দুর্গাপুরের সাধারণ মানুষ।
Nayan Ghosh