Paschim Bardhaman News: মাদ্রাসা পাড়ায় রাজমিস্ত্রির বাড়িতে জোরালো বিস্ফোরণ! কারণ কি? তদন্তে পুলিশ

Last Updated:

দুর্গাপুরের মাদ্রাসা পাড়ায় এক রাজমিস্ত্রির বাড়িতে জোড়ালো বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে আহত কাজল শেখ নামের এক রাজমিস্ত্রি। দুর্গাপুরের আমরাই গ্রামে এই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় হাজির হয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী।

+
title=

#দুর্গাপুর : দুর্গাপুরের মাদ্রাসা পাড়ায় এক রাজমিস্ত্রির বাড়িতে জোড়ালো বিস্ফোরণ। বিস্ফোরণের জেরে আহত কাজল শেখ নামের এক রাজমিস্ত্রি। দুর্গাপুরের আমরাই গ্রামে এই বিস্ফোরণের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় হাজির হয়েছে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। দুর্ঘটনার কারণ খুঁজতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। অন্যদিকে দুর্ঘটনার পর থেকেই হদিস নেই আহত কাজল শেখ ওরফে শেখ আনসার রহমানের। পেশায় তিনি একজন রাজমিস্ত্রি বলে জানা গিয়েছে পরিবার সূত্রে। যদিও দুর্ঘটনার পর কাজল শেখের স্ত্রী বাড়িতেই ছিলেন। তবে তিনি এই বিষয়ে বিশেষ কিছু বলতে পারেন নি।
কাজল শেখের স্ত্রী জানিয়েছেন, তিনি জল আনতে বাইরে গিয়েছিলেন। সে সময় বাড়িতে বিস্ফোরণ হয়। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। কি কারনে বিস্ফোরণ, তা নিয়ে চলছে নানা রকম আলোচনা। এদিন রাজমিস্ত্রির বাড়িতে হওয়া জোরালো বিস্ফোরণে কাজল শেখ নামের ওই ব্যক্তি আহত হয়েছেন বলে খবর। তার কপাল এবং হাতে আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। যদিও এই বিস্ফোরণের পর থেকে কাজল শেখ এবং তার অনুগামীরা বেপাত্তা।
advertisement
আরও পড়ুনঃ হকারি করতে বাধা দিচ্ছে রেল প্রশাসন! আসানসোলে তুমুল বিক্ষোভ হকারদের
যদিও এই বিষয়ে অনেকেই বলছেন, ডিএসপি শ্রমিক সংগঠনের দখলদারি নিয়ে স্থানীয় এলাকায় গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে। সেই কারণেই বিস্ফোরণ হয়েছে কিনা, তা নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। আবার একটি বিশেষ সূত্র মারফত জানা যাচ্ছে, সেখানে বোমা বাঁধার কাজ চলছিল। তখনই এই দুর্ঘটনা। তবে বিস্ফোরণের পর থেকে পুরো এলাকাটি ঘিরে রেখেছে পুলিশ। শুরু হয়েছে ঘটনার তদন্ত।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: মাদ্রাসা পাড়ায় রাজমিস্ত্রির বাড়িতে জোরালো বিস্ফোরণ! কারণ কি? তদন্তে পুলিশ
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement