Paschim Bardhaman News: হকারি করতে বাধা দিচ্ছে রেল প্রশাসন! আসানসোলে তুমুল বিক্ষোভ হকারদের
- Published by:Ananya Chakraborty
- hyperlocal
Last Updated:
উপার্জনের পথে বাধা দিচ্ছে রেল প্রশাসন। উপার্জন করতে গিয়ে নাকি সহ্য করতে হচ্ছে অত্যাচার। তাই আসানসোলে তুমুল বিক্ষোভ দেখাল হকার ইউনিয়ন। আসানসোলের ডিআরএম ভবনের সামনে এদিন বিক্ষোভে ফেটে পড়েন রেলের হকাররা।
#আসানসোল : উপার্জনের পথে বাধা দিচ্ছে রেল প্রশাসন। উপার্জন করতে গিয়ে নাকি সহ্য করতে হচ্ছে অত্যাচার। তাই আসানসোলে তুমুল বিক্ষোভ দেখাল হকার ইউনিয়ন। আসানসোলের ডিআরএম ভবনের সামনে এদিন বিক্ষোভে ফেটে পড়েন রেলের হকাররা। তাদের অভিযোগ, স্টেশন, ট্রেন সহ বিভিন্ন জায়গায় হকারি করতে গিয়ে তাদের রেল পুলিশের রোষের নজরে পড়তে হচ্ছে। যার ফলে তাদের দু পয়সা উপার্জন করতে গিয়ে সহ্য করতে হচ্ছে অত্যাচার। তাই উপার্জনের পথ যাতে ঠিকঠাক থাকে, তার জন্য এদিন আসানসোলের ডিআরএম ভবনের সামনে তৃণমূল সমর্থিত হকার ইউনিয়ন তুমুল বিক্ষোভ দেখিয়েছে।
হকার ইউনিয়নের অভিযোগ, স্টেশনগুলি বর্তমানে কর্পোরেট মডেলের দিকে বেশি লক্ষ্য নিয়েছে। স্টেশন চত্বরে হকারি করার জন্য নিতে বলা হচ্ছে স্টল। অথচ সেই স্টল নিতে গেলে বহু টাকা বিনিয়োগ করতে হবে। কিন্তু যারা ট্রেন বা স্টেশনে হকারি করেন, তাদের আর্থিক সমস্যা সামর্থ্য কম। তারা হকারি করে কোনও মতে দিন গুজরান করেন। ফলে উপার্জনের জন্য রেলের এই কর্পোরেট ধাঁচের সঙ্গে খাপ খাওয়াতে পারছেন না হকাররা।
advertisement
আরও পড়ুনঃ পুলিশ কমিশনারেটের উদ্যোগে মিলন উৎসব দুর্গাপুরে
ফলে হকারি করতে গিয়ে স্টেশন, ট্রেনের মধ্যে রেল পুলিশের কুনজরে পড়তে হচ্ছে তাদের। যার ফলে উপার্জনের পথ দুর্গম হয়ে উঠছে। তাই নির্বিঘ্নে হকারি করার জন্য, এদিন আসানসোলে বিক্ষোভ দেখিয়েছেন হকার ইউনিয়নের সদস্যরা। সেখানে হাজির হয়েছিলেন জেলা তৃণমূলের হকার ইউনিয়নের নেতা রাজু আলুওয়ালিয়া। হকার ইউনিয়নের সদস্যরা জানিয়েছেন, যদি এই অত্যাচার বন্ধ না হয়, তাহলে তারা আগামী দিনে আরও বড় আন্দোলনের পথে নামবেন।
advertisement
advertisement
Nayan Ghosh
Location :
First Published :
December 12, 2022 6:28 PM IST
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: হকারি করতে বাধা দিচ্ছে রেল প্রশাসন! আসানসোলে তুমুল বিক্ষোভ হকারদের