Paschim Bardhaman News: পুলিশ কমিশনারেটের উদ্যোগে মিলন উৎসব দুর্গাপুরে

Last Updated:

প্রত্যেক মানুষের সঙ্গে, প্রত্যেক শ্রেণীর মানুষের সঙ্গে, প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে সুনিবিড়, সুদৃঢ় সম্পর্ক তৈরি করতে উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে আয়োজন করা হয়েছে মিলন উৎসবের।

+
title=

#দুর্গাপুর : প্রত্যেক মানুষের সঙ্গে, প্রত্যেক শ্রেণীর মানুষের সঙ্গে, প্রত্যেক ধর্মের মানুষের সঙ্গে সুনিবিড়, সুদৃঢ় সম্পর্ক তৈরি করতে উদ্যোগ নিয়েছে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট এর উদ্যোগে আয়োজন করা হয়েছে মিলন উৎসবের। এদিন দুর্গাপুরের কোকওভেন থানায় পুলিশ কমিশনারের উদ্যোগে মিলন উৎসবের আয়োজন করা হয়েছিল। যেখানে হাজির হয়েছিলেন একাধিক পুলিশকর্তা সহ জেলার বিশিষ্ট মানুষজন। বছর শেষের এই মিলন উৎসবের মধ্যে দিয়ে পুলিশ কর্তারা বার্তা দিয়েছেন, সারা বছর মানুষের পাশে থাকার। মানুষের উৎসব, আনন্দ, বিপদে পাশে দাঁড়ানোর।
উল্লেখ্য, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট জেলায় আইন রক্ষার পাশাপাশি একাধিক জনসেবা মূলক কর্মসূচি চালিয়ে যায়। মানুষকে সচেতন করতে চালানো হয় নানা রকম সচেতনতামূলক প্রচার। আয়োজন করা হয় সচেতনতা পদযাত্রার। পাশাপাশি বিভিন্ন দুস্থ মানুষজনকে সাহায্য করার জন্য একাধিক প্রকল্প গ্রহণ করা হয়েছে। বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে নারী সুরক্ষার জন্য। সারা বছর ধরেই এই সমস্ত প্রকল্পের কর্মকাণ্ড চলতে থাকে জেলা জুড়ে।
advertisement
আরও পড়ুনঃ হকারি করতে বাধা দিচ্ছে রেল প্রশাসন! আসানসোলে তুমুল বিক্ষোভ হকারদের
আবার বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে পুলিশ অগ্রণী ভূমিকা পালন করে, সেই সমস্ত অনুষ্ঠান গুলিকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য। তাই বছর শেষে মিলন উৎসবের মধ্য দিয়ে, আগামী বছরের দিনগুলিতেও একইভাবে পথ চলার ইচ্ছা প্রকাশ করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কর্তারা। পুলিশের উদ্যোগে আয়োজিত কোকওভেন থানায় মিলন উৎসবে পুলিশকর্তারা ছাড়াও হাজির হয়েছিলেন সমাজের বিশিষ্ট ব্যক্তিত্বরা। সকলেই আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন।
advertisement
advertisement
Nayan Ghosh
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: পুলিশ কমিশনারেটের উদ্যোগে মিলন উৎসব দুর্গাপুরে
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement