TRENDING:

Patna Howrah Vande Bharat Express: শেষবেলায় দুর্গাপুরের জন্য বড় সুখবর! এই স্টেশনে থামবে পটনা-হাওড়া 'বন্দে ভারত' এক্সপ্রেস

Last Updated:

Patna Howrah Vande Bharat Express: শেষ মুহূর্তে এসে দুর্গাপুরবাসীর জন্য বিশাল সুখবর শুনিয়েছে ভারতীয় রেল। কারণ বন্দে ভারত এক্সপ্রেস আসানসোলের পর দুর্গাপুরেও থামবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ন ঘোষ, দুর্গাপুর, পশ্চিম বর্ধমান : শেষ মুহূর্তে এসে বড় সুখবর দিল রেল। বহু প্রতীক্ষিত পটনা হাওড়া ‘বন্দে ভারত’ চালু হচ্ছে। আগামী রবিবার, ২৪ সেপ্টেম্বর আনুষ্ঠানিক ভাবে চলাচল শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। পটনা থেকে ট্রেনটি রওনা দেবে হাওড়া স্টেশনের দিকে। উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রেল সূত্রে খবর, আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নিয়মিত ভাবে চলাচল শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। ৬ ঘন্টা ৩৫ মিনিট সময়ে পাটনা থেকে হাওড়ার দূরত্ব অতিক্রম করবে ভারতের এই সেমি হাইস্পিড ট্রেনটি।
বন্দে ভারত এক্সপ্রেস।
বন্দে ভারত এক্সপ্রেস।
advertisement

তবে আরও সুখবর শুনিয়েছে রেল। প্রাথমিকভাবে যেটা শোনা গিয়েছিল, বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল থেকে ছেড়ে সোজা হাওড়া গিয়ে পৌঁছবে অথবা হাওড়া থেকে ছাড়ার পর এসে পৌঁছবে আসানসোলে। পশ্চিম বর্ধমান জেলা এই প্রথম ‘বন্দে ভারত’ এক্সপ্রেস পাচ্ছে। আসানসোলে বন্দে ভারত এক্সপ্রেসের স্টপেজের সিদ্ধান্তে সবাই খুশি ছিলেন। কিন্তু ট্রায়াল রানে বন্দে ভারত এক্সপ্রেস আসানসোল থেকে ছেড়ে সোজা পৌঁছেছিল হাওড়া। ফলে আক্ষেপ থেকে গিয়েছিল দুর্গাপুরবাসীর।

advertisement

অনেকেই আশা করেছিলেন দুর্গাপুরে ‘বন্দে ভারত’ ট্রেন থামবে। কিন্তু ট্রায়াল রানের সময় তা না হওয়ায়, দুর্গাপুরবাসীর মন খারাপ হয়ে গিয়েছিল। চিকিৎসা থেকে কর্মক্ষেত্র, শিক্ষাক্ষেত্র – সবদিক থেকেই রাজ্যের মানচিত্র তথা দেশের যথেষ্ট গুরুত্বপূর্ণ এই শহরটি। কিন্তু সেখানে এমন গুরুত্বপূর্ণ ট্রেনের স্টপ দেওয়া হচ্ছে না, এই ভেবেই মন খারাপ হয়েছিল অনেকের।

advertisement

তবে শেষ মুহূর্তে এসে দুর্গাপুরবাসীর জন্য সুখবর শুনিয়েছে ভারতীয় রেল। কারণ বন্দে ভারত এক্সপ্রেস আসানসোলের পর দুর্গাপুরেও থামবে। সম্প্রতি রেল সূত্রে জানা গিয়েছে এমনটাই। এই বিষয়ে পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, ‘‘পটনা-হাওড়া বন্দে ভারত ট্রেন আগামী ২৬ সেপ্টেম্বর থেকে উভয়পথে যাত্রা শুরু করবে। ট্রেনটি যাত্রাকালে পাটনাসাহিব, মোকামা, লক্ষ্মীসরাই, জসিডি, জামতারা, আসানসোল ও দুর্গাপুর স্টেশনে থামবে। উল্লেখযোগ্য ভাবে এই ট্রেনটিতে সফররত যাত্রীরা পটনা থেকে হাওড়া মাত্র ৬ ঘণ্টা ৩৫ মিনিটে পৌঁছবেন। যা অন্যান্য গণপরিবহণ মাধ্যমের তুলনায় অনেকটা কম সময় নেবে। যার ফলে বহু যাত্রী উপকৃত হবেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
প্রয়োজন পড়বে না পুকুর বা জলাশয়ের দুরন্ত পদ্ধতিতেই মাছের ব্যবসা করলেই আয় হবে লক্ষাধিক
আরও দেখুন

শেষ মুহূর্তে এসে রেলের দেওয়া এই সুখবরে রীতিমতো উচ্ছ্বসিত দুর্গাপুরের মানুষ। কারণ বন্দে ভারত এক্সপ্রেসের দুর্গাপুর স্টপ দেওয়া হোক, এই নিয়ে দাবি তুলছিলেন দুর্গাপুরবাসী। ভারতীয় রেলের কাছে নিজেদের অনেকখানি বঞ্চিত মনে করেছিলেন। দুর্গাপুরে যাতে বন্দে ভারতের স্টপ দেওয়া হয়, সেজন্য  রেলমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছিলেন সাংসদ সৌমিত্র খাঁ। অবশেষে সাধারণ মানুষের সেই দাবি পূরণ হল। পূরণ হল দুর্গাপুরবাসীর দাবি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে নিয়মিত চলাচল শুরু করবে বন্দে ভারত এক্সপ্রেস। যেখানে স্টপের তালিকায় সংযোজিত হবে দুর্গাপুরও।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Patna Howrah Vande Bharat Express: শেষবেলায় দুর্গাপুরের জন্য বড় সুখবর! এই স্টেশনে থামবে পটনা-হাওড়া 'বন্দে ভারত' এক্সপ্রেস
Open in App
হোম
খবর
ফটো
লোকাল