TRENDING:

Paschim Bardhaman News : নিজের বাড়ি বিহারে, টোটো চালান এখানে, ছটব্রতীদের ফ্রি তে নিয়ে যাচ্ছেন এখান থেকে ওখান

Last Updated:

টোটোচালক সানি ভূইয়া জানিয়েছেন, তার আসল বাড়ি বিহারের গয়ায়। সেখানে তার পরিবারের লোকজন ছট মাইয়ার পুজোয় অংশ নেন। খনি অঞ্চল উখড়া এলাকায় তিনি একাই থাকেন। ছট ব্রতীদের পাশে দাঁড়াতে বিনামূল্যে পরিষেবা দিচ্ছেন টোটোচালক...

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান : অন্ডালের উখড়া ৪ নম্বর এলাকার বাসিন্দা পেশায় টোটো চালক সানি ভূঁইয়া। এবারের ছট পুজোয় নিয়ে এসেছেন নতুন চমক। শুধুমাত্র ছট ব্রতীদের জন্য তার টোটো একেবারে নিঃশুল্ক। ছট ব্রতীদের ছট মাইয়ার পুজোর সামগ্রী কিনতে যাওয়ার জন্য বাজার থেকে শুরু করে, পুজোর জন্য পুকুর ঘাটে যাওয়া, সব জায়গায় টোটো চালক নিয়ে যাচ্ছেন ছট ব্রতীদের একেবারে বিনা পয়সায়।
advertisement

টোটোচালক সানি ভূইয়া জানিয়েছেন, তার আসল বাড়ি বিহারের গয়ায়। সেখানে তার পরিবারের লোকজন ছট মাইয়ার পুজোয় অংশ নেন। খনি অঞ্চল উখড়া এলাকায় তিনি একাই থাকেন। তাই ছোট মাইয়ার পুজোয় কিভাবে অংশ নেবেন বুঝতে না পেরে, অভিনব এই পন্থা নিয়েছেন ছট মাইয়ার আশীর্বাদ লাভের জন্য।

আরও পড়ুন -  দর্শকদের জন্য থাকছে আরও চমক! আলিপুর মিউজিয়ামে এবার তৈরি হচ্ছে হেরিটেজ গ্যালারি

advertisement

তিনি দু-দিন ধরে তার টোটো নিয়ে একেবারে বিনা পয়সায় পরিষেবা দিচ্ছেন ছট মাইয়ার ব্রতীদের জন্য। শুধুমাত্র ছট ব্রতীদের জন্যই তার এই পরিষেবা বলে জানান সানিবাবু। সকাল থেকে রাত পর্যন্ত বহু ছট ব্রতীদের ছট মাইয়ার পুজোর কাজে এক জায়গা থেকে আর এক জায়গা নিয়ে গিয়েছেন তিনি।

View More

আরও পড়ুন -  Purulia News: বিডিও ও পুলিশ আধিকারিকেরা পরিদর্শন করলেন তুলিন সুবর্ণরেখা নদীর ছট ঘাট

advertisement

টোটো চালকের এই কর্মকাণ্ডে হতবাক অন্যান্য টোটো চালকরাও। এর পাশাপাশি তার টোটোতে সওয়ার এক ছট ব্রতী মহিলা জানিয়েছেন যে তিনি টোটোতে চেপে কত টাকা ভাড়া জিজ্ঞাসা করতেই, ভাড়া লাগবে না বলে জানান টোটো চালক। শুনে তো প্রথমে তিনি অবাক হন। পরে জানতে পারেন সত্যিই ভাড়া লাগছে না। তাই টোটো চালকের জন্য তিনি ছট মাইয়ার কাছে প্রার্থনা করবেন বলে জানিয়েছেন।

advertisement

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News : নিজের বাড়ি বিহারে, টোটো চালান এখানে, ছটব্রতীদের ফ্রি তে নিয়ে যাচ্ছেন এখান থেকে ওখান
Open in App
হোম
খবর
ফটো
লোকাল