TRENDING:

Paschim Bardhaman News: সিকিমে মৃত জওয়ানের দেহ পানাগড় থেকে রওনা দিল বাঁকুড়ার বাড়িতে

Last Updated:

বাঁকুড়ার বাসিন্দা গোপীনাথ মাকুর এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তাকে সিকিম থেকে সেনার বিশেষ হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছে পানাগড় বায়ুসেনা ঘাটিতে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান : সিকিমে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১৬ জন সেনা জওয়ানের। গাড়ি খাদে পড়ে দুর্ঘটনার কবলে মৃত্যু হয়েছে বীর এই সেনা কর্মীদের। যদিও তৎপরতার সঙ্গে এয়ার লিফটিং করে অন্য সেনা কর্মীরা তাদের উদ্ধার করেছেন। অন্যদিকে এই ঘটনায় ১৬ জন সেনা কর্মীর মৃত্যু হয়েছে। চারজন সেনা কর্মী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন।
advertisement

মৃত সেনা কর্মীদের মধ্যে রয়েছেন বাঁকুড়ার এক সেনা জওয়ান। সেনা সূত্রে খবর, বাঁকুড়ার বাসিন্দা গোপীনাথ মাকুর এই দুর্ঘটনায় মৃত্যুবরণ করেছেন। তাকে সিকিম থেকে সেনার বিশেষ হেলিকপ্টারে নিয়ে আসা হয়েছে পানাগড় বায়ুসেনা ঘাটিতে। সেখানে তাঁকে শেষ শ্রদ্ধা জানিয়ে নিয়ে যাওয়া হয়েছে বাঁকুড়ার বাড়ির উদ্দেশ্যে।

আরও পড়ুন -  ‘‘গোটা ওয়েস্ট বেঙ্গলের মানুষের ভাল যাক’’ নতুন বছরে কোথায় ঠাঁই হবে না জানলেও, জেল থেকেই অনুব্রতর বিশেষ মেসেজ!

advertisement

জানা গিয়েছে, শুক্রবার সিকিমে বাস দুর্ঘটনায় মৃত সেনা জওয়ানের শবদেহ নিয়ে রবিবার ভোরে পানাগড় সেনা ছাউনি থেকে তার বাড়ি বাঁকুড়ার উদ্যেশ্যে রওনা দিয়েছেন সেনা জওয়ানরা। সেনা সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার সিকিমে বাস দুর্ঘটনায় মৃত্যু হয় ১৬জন সেনা জওয়ানের। এখনও এই দুর্ঘটনায় চারজন সেনা কর্মী গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। মৃতদের মধ্যে রয়েছেন বাঁকুড়ার বাসিন্দা গোপীনাথ মাকুর। গত শনিবার বিকালে বাঁকুড়ার বাসিন্দা গোপীনাথ মাকুর শবদেহ সেনার বিশেষ হেলিকপ্টারে করে পানাগড় বায়ু সেনা ছাউনিতে নিয়ে আসা হয়। তবে সন্ধ্যে নেমে যাওয়ায় শবদেহ পানাগড় সেনা ছাউনিতে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই শবদেহ রাখা হয়। তারপর রবিবার ভোর ছ'টা নাগাদ পানাগড় সেনা ছাউনির সেনা কর্মীরা, মৃত সেনা কর্মীকে শ্রদ্ধা জানান। এরপর ৬টা ৪০ নাগাদ পানাগড় সেনা ছাউনি থেকে শবদেহ নিয়ে পানাগড় বাইপাশ হয়ে শিখ রেজিমেন্টের একটি দল বাঁকুড়ার উদ্যেশ্যে রওনা দিয়েছে।

advertisement

View More

আরও পড়ুন -  সে কী কাণ্ড, সে কী কাণ্ড, বড়দিনে হুলস্থূল! হাইড্রেনে হাঁসফাঁস মহিষ, তারপর ভিডিওতে রইল প্রমাণ

উল্লেখ্য, সেনা কর্মীদের বহনকারী বাসটি সিকিমে একটি গভীর খাদে পড়ে যায়। ভয়াবহ এই দুর্ঘটনায় সেনাবাহিনীর তিন জুনিয়র কমান্ডিং অফিসার সহ ১৬ জনের মৃত্যু হয়েছে। তারমধ্যে রয়েছেন বাঁকুড়ার বাসিন্দা গোপীনাথ মাকুর। এই দুর্ঘটনার পর শোক প্রকাশ করেছেন সকলে। দুর্ঘটনার খবর পাওয়া মাত্রই তড়িঘড়ি উদ্ধার কাজে নামে ভারতীয় সেনা। দ্রুততার সঙ্গে উদ্ধার করা হয় সকলকে। গুরুতর আহত অবস্থায় চারজনকে সেনা হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে মৃতদের সিকিমে বিশেষ শ্রদ্ধা জানানো হয়েছে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে। পাশাপাশি সেখানে শ্রদ্ধা জানিয়েছেন সিকিমের মুখ্যমন্ত্রী। তারপর মৃত জওয়ানদের দেহগুলি তাদের বাড়ির উদ্দেশ্যে পৌঁছানোর কাজ শুরু হয়েছে। বাঁকুড়ার বাসিন্দা গোপীনাথ ঠাকুরের দেহ বাগডোগরা বিমানবন্দর থেকে নিয়ে আসা হয় পানাগড় বিমান ঘাঁটিতে। সেখানে তাঁকে শ্রদ্ধা জানিয়ে বীর এই জওয়ানের দেহ শেষবারের মতো নিয়ে যাওয়া হচ্ছে তার বাড়িতে। সেখানে তাকে শ্রদ্ধা জানাবেন তার বাড়ির মানুষজন এবং স্থানীয়রা। তারপর ভারতীয় সেনার নিয়ম অনুযায়ী সসম্মানে শেষকৃত্য সম্পন্ন হবে মৃত জওয়ানের।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman News: সিকিমে মৃত জওয়ানের দেহ পানাগড় থেকে রওনা দিল বাঁকুড়ার বাড়িতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল