মনোজ মিত্র রচিত এবং সমীর দত্তের নির্দেশনায় মঞ্চস্থ হয়েছে এই শরৎশশী নাটক। এই বিষয়ে আইনজীবীরা জানিয়েছেন, নাট্য শিল্প বর্তমানে প্রায় ধ্বংস হতে বসেছে। নাটকের গুরুত্ব ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে বড় বড় মাল্টিপ্লেক্স গুলির কাছে। অথচ এই নাট্য শিল্পের ওপর নির্ভর করে বহু শিল্পী তাদের জীবনযাত্রা বাঁচিয়ে রেখেছেন।
আরও পড়ুন - Local Train Cancel|| আজ থেকে শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল বহু লোকাল ট্রেন, রইল সম্পূর্ণ তালিকা
advertisement
নাটকের মধ্যে দিয়ে সামাজিক বার্তা পৌঁছে দেওয়া যায় খুব সহজেই। সেজন্য নাট্য শিল্পকে বাঁচিয়ে রাখা খুব গুরুত্বপূর্ণ। আর সেই কারণেই আসানসোলের রবীন্দ্রভবনে আয়োজন করা হয়েছিল এই নাটক। যেখানে অভিনয় করতে দেখা গিয়েছে সদা কালো কোট পড়ে থাকা মানুষগুলিকে।
আসানসোলের রবীন্দ্র ভবনে আইনজীবীদের এই নাটক দেখতে বহু মানুষ ভিড় করেছিলেন। সকলেই আইনজীবীদের এই অভিনয় সত্তাকে বাহবা দিয়েছেন। কুর্নিশ জানিয়েছেন আইনজীবীদের এই উদ্যোগকে। সকলেই বলছেন, শুধু আইনি মারপ্যাঁচ নয়, তার বাইরেও আইনজীবীদের একটা জগৎ আছে। বিনোদন আছে, পরিবার আছে, আছে নিজস্ব কিছু প্রতিভা। আর সেই প্রতিভা সকলের সামনে আইনজীবীরা তুলে ধরতে পেরেছেন এই নাটকের মাধ্যমে।
Nayan Ghosh