Local Train Cancel|| আজ থেকে শিয়ালদহ-বনগাঁ শাখায় বাতিল বহু লোকাল ট্রেন, রইল সম্পূর্ণ তালিকা

Last Updated:
Sealdah-Bangaon route Local Trains cancel: সোমবার পর্যন্ত শিয়ালদহ-বনগাঁ শাখার ২৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেললাইন মেরামতির জন্য এই ট্রেন পরিষেবা ব্যাহত হবে বলে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে।
1/11
*আজ শুক্রবার থেকে শিয়ালদহ-বনগাঁ শাখায় ভোগান্তির মুখে নিত্য ট্রেন যাত্রীরা। রেল সূত্রে খবর আজ থেকে সোমবার পর্যন্ত এই শাখায় ২৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেললাইন মেরামতির জন্য এই ট্রেন পরিষেবা ব্যাহত হবে বলে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। প্রতিবেদনঃ রুদ্র নারারণ রায়। ফাইল ছবি। 
*আজ শুক্রবার থেকে শিয়ালদহ-বনগাঁ শাখায় ভোগান্তির মুখে নিত্য ট্রেন যাত্রীরা। রেল সূত্রে খবর আজ থেকে সোমবার পর্যন্ত এই শাখায় ২৮টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে। রেললাইন মেরামতির জন্য এই ট্রেন পরিষেবা ব্যাহত হবে বলে পূর্ব রেলের তরফ থেকে জানানো হয়েছে। প্রতিবেদনঃ রুদ্র নারারণ রায়। ফাইল ছবি। 
advertisement
2/11
*এ দিন রাত থেকেই ভোর পর্যন্ত দত্তপুকুরে সেকশনে আপ লাইনে বিদ্যুৎসংযোগ বন্ধ রেখে মেরামতির কাজ চলে। শিয়ালদহ ডিভিশনের বনগাঁ শাখায় নিত্যযাত্রীদের ব্যাপক ভিড়ের কারণে ইতিমধ্যেই পরিচিত। ফাইল ছবি। 
*এ দিন রাত থেকেই ভোর পর্যন্ত দত্তপুকুরে সেকশনে আপ লাইনে বিদ্যুৎসংযোগ বন্ধ রেখে মেরামতির কাজ চলে। শিয়ালদহ ডিভিশনের বনগাঁ শাখায় নিত্যযাত্রীদের ব্যাপক ভিড়ের কারণে ইতিমধ্যেই পরিচিত। ফাইল ছবি। 
advertisement
3/11
*ফলে বেশ কয়েকদিন ট্রেন বাতিল থাকার কারণে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পরতে হয়। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি যে প্রতিদিন বন্ধ থাকবে এমন নয়। ফাইল ছবি। 
*ফলে বেশ কয়েকদিন ট্রেন বাতিল থাকার কারণে যাত্রীদের চরম ভোগান্তির মুখে পরতে হয়। পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, যে ট্রেনগুলি বাতিল করা হয়েছে, সেগুলি যে প্রতিদিন বন্ধ থাকবে এমন নয়। ফাইল ছবি। 
advertisement
4/11
*শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে শিয়ালদা-বনগাঁ ৩৩৮৬৩ আপ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। ফাইল ছবি। 
*শুধুমাত্র শুক্রবার বন্ধ থাকবে শিয়ালদা-বনগাঁ ৩৩৮৬৩ আপ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। ফাইল ছবি। 
advertisement
5/11
*শনিবার বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩ আপ এবং ডাউন ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। পাশাপাশি সেদিন বন্ধ থাকবে শিয়ালদহ-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকাল। ফাইল ছবি। 
*শনিবার বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮৬৩ আপ এবং ডাউন ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। পাশাপাশি সেদিন বন্ধ থাকবে শিয়ালদহ-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকাল। ফাইল ছবি। 
advertisement
6/11
*রবিবার বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ শাখার ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ও ৩৩৮৬৩ আপ এবং ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। সেই সঙ্গে বন্ধ থাকবে শিয়ালদহ-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকাল। ফাইল ছবি। 
*রবিবার বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ শাখার ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫, ও ৩৩৮৬৩ আপ এবং ৩৩৮১২, ৩৩৮১৮, ৩৩৮২২ ও ৩৩৮৫৮ ডাউন লোকাল। সেই সঙ্গে বন্ধ থাকবে শিয়ালদহ-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকাল। ফাইল ছবি। 
advertisement
7/11
*সোমবার বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ শাখার ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫ আপ এবং ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮২২ ডাউন লোকাল। বন্ধ থাকবে শিয়ালদহ-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকালও। ফাইল ছবি। 
*সোমবার বন্ধ থাকবে শিয়ালদহ-বনগাঁ শাখার ৩৩৮১১, ৩৩৮১৩, ৩৩৮১৫ আপ এবং ৩৩৮১২, ৩৩৮১৮ ও ৩৩৮২২ ডাউন লোকাল। বন্ধ থাকবে শিয়ালদহ-হাবড়া ৩৩৬৫১ আপ ও ৩৩৬৫২ ডাউন লোকালও। ফাইল ছবি। 
advertisement
8/11
*অন্যদিকে, শনি থেকে সোমবার পর্যন্ত দত্তপুকুর-শিয়ালদহ ৩৩৬১২ ডাউন লোকাল দত্তপুকুরের পরিবর্তে বামুনগাছি থেকে যাত্রা শুরু করবে। পাশাপাশি শিয়ালদহ-রানাঘাট শাখায় শনি ও রবিবার ট্রেন পরিষেবা ব্যাহত হবে। ফাইল ছবি। 
*অন্যদিকে, শনি থেকে সোমবার পর্যন্ত দত্তপুকুর-শিয়ালদহ ৩৩৬১২ ডাউন লোকাল দত্তপুকুরের পরিবর্তে বামুনগাছি থেকে যাত্রা শুরু করবে। পাশাপাশি শিয়ালদহ-রানাঘাট শাখায় শনি ও রবিবার ট্রেন পরিষেবা ব্যাহত হবে। ফাইল ছবি। 
advertisement
9/11
*সপ্তাহান্তে এক ডজন লোকাল ট্রেন বন্ধ থাকার ফলে হয়রানির শিকার হতে হবে নিত্যযাত্রীদের। নৈহাটি সেকশনের টিটাগড়ে রেললাইন মেরামতির জন্য যাত্রী পরিষেবা বিঘ্নিত হবে। ফাইল ছবি। 
*সপ্তাহান্তে এক ডজন লোকাল ট্রেন বন্ধ থাকার ফলে হয়রানির শিকার হতে হবে নিত্যযাত্রীদের। নৈহাটি সেকশনের টিটাগড়ে রেললাইন মেরামতির জন্য যাত্রী পরিষেবা বিঘ্নিত হবে। ফাইল ছবি। 
advertisement
10/11
*শনিবার শিয়ালদহ-রানাঘাট শাখায় ৩১৬২৯ আপ ও ৩১৬৩৬ ডাউন লোকাল বন্ধ থাকবে। রবিবার বাতিল থাকবে এই শাখারই ৩১৬১৭ আপ ও ৩১৬২২ ডাউন লোকাল। বন্ধ থাকবে শিয়ালদহ-নৈহাটি শাখার ৩১৪৭১ আপ, ৩১৪১৫ আপ, ৩১৪১৮ ডাউন এবং ৩১৪২০ন ডাউন লোকাল। ফাইল ছবি। 
*শনিবার শিয়ালদহ-রানাঘাট শাখায় ৩১৬২৯ আপ ও ৩১৬৩৬ ডাউন লোকাল বন্ধ থাকবে। রবিবার বাতিল থাকবে এই শাখারই ৩১৬১৭ আপ ও ৩১৬২২ ডাউন লোকাল। বন্ধ থাকবে শিয়ালদহ-নৈহাটি শাখার ৩১৪৭১ আপ, ৩১৪১৫ আপ, ৩১৪১৮ ডাউন এবং ৩১৪২০ন ডাউন লোকাল। ফাইল ছবি। 
advertisement
11/11
*শিয়ালদহ-কল্যাণী সীমান্তের ৩১৩১৭ আপ ও ৩৩৩১৮ ডাউন লোকাল এবং শিয়ালদহ-ব্যারাকপুর শাখার ৩১২১৩ আপ, ৩১২২১ আপ, ৩১২১৪ ডাউন ও ৩১৩২২ ডাউন লোকাল। গুরুত্বপূর্ণ লাইন মেরামতি-সহ রেল পরিষেবা আরও উন্নত করতে পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। ফাইল ছবি।
*শিয়ালদহ-কল্যাণী সীমান্তের ৩১৩১৭ আপ ও ৩৩৩১৮ ডাউন লোকাল এবং শিয়ালদহ-ব্যারাকপুর শাখার ৩১২১৩ আপ, ৩১২২১ আপ, ৩১২১৪ ডাউন ও ৩১৩২২ ডাউন লোকাল। গুরুত্বপূর্ণ লাইন মেরামতি-সহ রেল পরিষেবা আরও উন্নত করতে পাশাপাশি রক্ষণাবেক্ষণের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফ থেকে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement