তারা চাইছেন, দ্রুত তাদের কর্মসংস্থানের ব্যবস্থা করা হোক। উপার্জনের রাস্তা তাদের জন্য করে দেওয়া হোক। নচেৎ তারা বড় আন্দোলনের হুঁশিয়ারিও দিয়েছেন। শ্রমিক পরিবার গুলির অভিযোগ, রাজনৈতিক দ্বন্দ্বের জেরে পাথর খাদান গুলি বন্ধ করে দেওয়া হয়েছে। যার খেসারত দিতে হচ্ছে শ্রমিক ও তাদের পরিবারকে।
আরও পড়ুনঃ রাত পোহালেই পুজো, তবুও এখনও দোকানে অপেক্ষায় বিশ্বকর্মা!
advertisement
সেজন্যই তারা চাইছেন, দ্রুত পদক্ষেপ করে পাথর খাদান গুলি অবিলম্বে চালু করা হোক। যাতে করে তারা আবার নিজেদের কর্মসংস্থান ফিরে পান। জানা গিয়েছে, বিগত কয়েক দিন ধরেই কমলপুর ইছাপুর এলাকার বিভিন্ন পাথর খাদান গুলি থেকে পাথর খনন বন্ধ করে দেওয়া হয়েছে। যার ফলে সেখানে কর্মরত অস্থায়ী শ্রমিকরা আর বেতন পাচ্ছেন না। কিন্তু স্থানীয় এলাকার বেশিরভাগ মানুষের জীবিকা অর্জনের একমাত্র উপায় এই পাথর খাদানগুলি।
আরও পড়ুনঃ এবার কয়লাকাণ্ডে সিবিআই ফাঁপরে কেষ্ট, জামিন হল না সায়গলের
ফলে সেখান থেকে পাথর খনন বন্ধ হয়ে যাবার ফলে কাজ হারিয়েছেন সকল শ্রমিকরা। সেজন্যই তারা বাধ্য হয়ে বিক্ষোভ দেখিয়েছেন পথে নেমে। আর সেখান থেকেই দাবি তুলেছেন, দ্রুত তাদের কাজ ফিরিয়ে দিতে হবে। অবিলম্বে পাথর খাদান গুলি চালু করতে হবে। তা নাহলে আগামী দিনে শ্রমিকরা বড় আন্দোলন করবেন বলে হুশিয়ারি দিয়েছেন।
Nayan Ghosh