অন্যদিকে, এখনও পর্যন্ত দুই ছাত্রের দেহ উদ্ধার করা যায়নি। যার কারণে ওই দুই ছাত্রের পরিবারের সদস্যরা গভীর উদ্বেগের মধ্যে রয়েছেন। তবে দুর্গাপুর ব্যারেজের স্নান করতে নেমে তলিয়ে যাওয়া অপর দুই ছাত্র শুভজিৎ নস্কর এবং ভিকি শীলের দেহ উদ্ধারের চেষ্টা চলছে। তবে যেহেতু জেলা জুড়ে বৃষ্টিপাত হচ্ছে, ফলে উদ্ধারকার্যের কিছুটা সমস্যা হচ্ছে। কিন্তু উদ্ধারকারী দলের সদস্যরা বোট নিয়ে ওই দুই ছাত্রের দেহের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
advertisement
আরও পড়ুন ঃ দুর্গাপুর ব্যারেজে তলিয়ে গেল ৩ ছাত্র, স্কুল পালিয়ে আনন্দ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি
উল্লেখ্য, গতকাল মঙ্গলবার ৮ জন ছাত্র বাড়ি থেকে বের হয়েছিল স্কুল যাওয়ার নাম করে। তারা দুর্গাপুরের বেনাচিতির একটি স্কুলের দশম শ্রেণীর ছাত্র। কিন্তু স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়ে তারা হঠাৎ করে দুর্গাপুর ব্যারেজে হাজির হয়। দুর্গাপুর ব্যারেজের স্নান করতে নামেন তিন ছাত্র। স্নান করতে নেমে এক ছাত্র তলিয়ে যেতে শুরু করে। তখন তাকে বাঁচাতে গিয়ে আরও দুই ছাত্র তলিয়ে যান। তারপর থেকেই সৌমজিৎ, শুভদীপ এবং ভিকির কোনও খোঁজ ছিল না। তবে এদিন বুধবার সৌমজিতের দেহ উদ্ধার করা হয়েছে। বাকি দুজনের এখনও কোনও হদিস পাওয়া যায় নি।
Nayan Ghosh