Durgapur News: দুর্গাপুর ব্যারেজে তলিয়ে গেল ৩ ছাত্র, স্কুল পালিয়ে আনন্দ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি

Last Updated:

Durgapur News: স্কুল পালিয়ে আট বন্ধু মিলে গিয়েছিল আনন্দ করতে। দুর্গাপুরের এমএমসি থেকে রওনা দিয়েছিল দুর্গাপুর ব্যারেজের উদ্দেশ্যে। বাঁকুড়ার দিকের একটি হোটেলের সামনে থেকে তিন বন্ধু ব্যারেজে স্নান করতে নেমে তলিয়ে যায়।

দুর্গাপুর ব্যারেজে উদ্ধারকারী দলের সদস্যরা।
দুর্গাপুর ব্যারেজে উদ্ধারকারী দলের সদস্যরা।
দুর্গাপুর: স্কুল পালিয়ে আট বন্ধু মিলে গিয়েছিল আনন্দ করতে। দুর্গাপুরের এমএমসি থেকে রওনা দিয়েছিল দুর্গাপুর ব্যারেজের উদ্দেশ্যে। বাঁকুড়ার দিকের একটি হোটেলের সামনে থেকে তিন বন্ধু ব্যারেজে স্নান করতে নামে। তার মধ্যেই এক বন্ধু স্নান করতে নেমে তলিয়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ব্যারেজে তলিয়ে যায় আরও দুই বন্ধু। খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় উদ্ধারকারী দল এবং বড়জোরা থানার পুলিশ। তিন ছাত্রের খোঁজে চলছে তল্লাশি।
জানা গিয়েছে, তলিয়ে যাওয়া তিন ছাত্রই দুর্গাপুরের বাসিন্দা। যাদের মধ্যে দুজন দুর্গাপুরের মামরা বাজারে থাকেন। যে আটজন পড়ুয়া দুর্গাপুর ব্যারেজের উদ্দেশ্যে গিয়েছিল, তারা সকলেই দশম শ্রেণীর ছাত্র। তলিয়ে যাওয়া তিন ছাত্রদের নাম সৌমজিৎ সাহা, শুভজিৎ নস্কর এবং ভিকি শীল। এর মধ্যে ভিকি শীলের বাবা জানিয়েছেন,তার বাড়িতে প্রথমে বড়জোরা থানার পক্ষ থেকে ফোন করা হয়। ওই পুলিশ আধিকারিকই তলিয়ে যাওয়ার খবরটি জানিয়েছেন। খবর পেয়ে সঙ্গে সঙ্গেই তিনি দুর্গাপুর ব্যারেজে এসে হাজির হন কিন্তু এদিন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত তলিয়ে যাওয়া তিন ছাত্রের হদিস পাওয়া যায়নি।
advertisement
advertisement
অন্যদিকে তলিয়ে যাওয়া আরও এক ছাত্রের অভিভাবক জানিয়েছেন,স্কুল যাওয়ার নাম করে বাড়ি থেকে বেরিয়েছিল তার নাতি। দুর্গাপুরের ভিরিঙ্গি এলাকায় একটি স্কুলের ছাত্র তারা। কিন্তু কেন দুর্গাপুর ব্যারেজে এসেছিল, সে বিষয়ে তিনি বিশেষ কিছু বলতে পারেননি। তিন ছাত্রের তলিয়ে যাওয়ার ঘটনায় শোকে ভেঙে পরেছে পরিবারগুলি। অন্যদিকে তলিয়ে যাওয়া ওই তিন ছাত্রের হদিস পেতে পুলিশ এবং উদ্ধারকারী দলের সদস্যরা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
advertisement
Nayan Ghosh
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News: দুর্গাপুর ব্যারেজে তলিয়ে গেল ৩ ছাত্র, স্কুল পালিয়ে আনন্দ করতে গিয়ে মর্মান্তিক পরিণতি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement