আরও পড়ুনঃ সন্তানকে খুব বকাবকি করেন? সাবধান! বাচ্চার বয়স কত হলে শাষণ বন্ধ করা উচিত? নাহলে হতে পারে বড় বিপদ
দুর্গাপুর সিটি সেন্টারের অম্বুজা কলোনীতে রয়েছে একটি পেট শপ। যেখান থেকে আপনি সমস্ত ব্রিডের কুকুর কেনার সুযোগ পাবেন। ল্যাব্রাডর, গোল্ডেন রেট্রিভার, রটউইলার অথবা কালচার পম – সব রকম ব্রিডের কুকুর পেয়ে যাবেন এখানে। সাড়ে পাঁচ হাজার টাকা থেকে শুরু হচ্ছে দাম। ব্রিড অনুযায়ী দাম বাড়তে পারে চল্লিশ হাজার টাকা পর্যন্ত। একই সঙ্গে আপনার প্রিয় পোষ্যর জন্য প্রয়োজনীয় সমস্ত কিছুই পেয়ে যাবেন এখানে।
advertisement
অনেকেই বাড়িতে কুকুর নিয়ে গেলেও, তার ট্রেনিং অথবা চিকিৎসা নিয়ে সমস্যায় পড়েন। কিন্তু সেই সমস্যার সমাধানও করে দিয়েছেন এই পেট শপের উদ্যোক্তারা। তাদের কাছে করানো যাবে ভ্যাকসিনেশন। পাওয়া যাবে সমস্ত রকমের ওষুধ। যে কোনও সময় কুকুরের জন্য মেডিকেল সাপোর্ট দিতে তারা প্রস্তুত। গোটা জেলা জুড়েই তারা অন-কল মেডিকেল পরিষেবা দেবেন আপনার পোষ্যর জন্য। আপনার প্রিয় বিডের কুকুরের জন্য ট্রেনিং এর ব্যবস্থাও তাদের কাছে রয়েছে।
এই বিষয়ে এই পেট শপের কর্ণধার সুস্মিতা সরকার বলছেন, তাদের কাছে যেমন নানা ব্রিডের কুকুর পাওয়া যাবে, তেমনভাবেই বাড়িতে রাখা পেটের জন্য সমস্ত রকম ওষুধ, ডগ ফুড, এক্সেসারিজ -;সমস্ত কিছুই রয়েছে তাদের কাছে। মেডিসিন, ভ্যাকসিনের উপর রয়েছে ডিসকাউন্ট। তাদের কাছে রয়েছে কেজিং ফেসিলিটি। অর্থাৎ আপনি যদি আপনার পোষ্যকে নিশ্চিন্তে রেখে ঘুরতে যেতে চান, তাহলেও ব্যবস্থা পাবেন। সব মিলিয়ে আপনার প্রিয় পেটের জন্য ওয়ানস্টপ ডেস্টিনেশন এই জায়গাটি।
নয়ন ঘোষ