রনাইয়ের বাংলা স্কুল পাড়া রোড এলাকার এক বাড়িতে অতর্কিত হানা দিয়ে এই নকল কীটনাশক। উদ্ধার হয়। জানা যায় মহারাষ্ট্রর অভিনন্দন ইস্ট এলাকার 'বায়ার হাউস' নামের এক কীটনাশক প্রস্তুতকারী সংস্থার নাম ও লেবেল জাল করে এই নকল কীটনাশক বিক্রি করা হচ্ছিল। মহারাষ্ট্রের ওই সংস্থা আগাছা মারার কীটনাশক তৈরি করে। সেগুলোই মূলত নকল করে বাজারে বিক্রি করছিল ধৃত মহম্মদ মিরাজ।
advertisement
পুলিশ সূত্রে খবর, উদ্ধার হওয়া নকল কীটনাশকের প্রতিটি প্যাকেটের বাজারমূল্য প্রায় ১ হাজার টাকা করে। বুধবার এই সকল নকল কীটনাশকের প্যাকেট সহ মহম্মদ মিরাজকে গ্রেফতার করে পুলিশ। এই অভিযানে নেতৃত্ব দেন এনফোর্সমেন্ট ব্রাঞ্চের সাব-ইন্সপেক্টর অলকেশ ব্যানার্জি, এসআই সুমন্ত সাহানা, এলএএসআই মীনাক্ষী শ্রীবাস্তব, এসআই উজ্জ্বল দত্ত, তেজারত হুসেন খান, জয়ন্ত মুখার্জি প্রমুখ।
আরও পড়ুন: ডাকাতির আগেই হাতেনাতে দুই দুষ্কৃতীকে ধরল পুলিশ, উদ্ধার হল আগ্নেয়াস্ত্র
মহারাষ্ট্রের আসল সংস্থাটির পক্ষ থেকে রঞ্জিত সিং ও গোপাল ঝাঁ জানান, তাঁদের তৈরি কীটনাশক নকল হওয়ার খবর পেয়ে পুলিশে অভিযোগ দায়ের করেছিলেন। তারপরই এই অসাধু কারবারি হাতেনাতে ধরা পড়ে। এদিকে ধৃত মহম্মদ মিরাজের পরিবারের দাবি, তাঁরা কোনরকম কীটনাশক নকল করেননি। শুধু প্যাকিংয়ের কাজ করছিলেন। যদিও তাঁদের এই দাবি মানতে নারাজ পুলিশ।