TRENDING:

West Bardhaman News: পলাশডিহায় হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! দুর্গাপুর নিয়ে চিন্তায় প্রশাসন

Last Updated:

বৃষ্টি শুরু হতেই দুর্গাপুরের পলাশডিহায় লাফিয়ে লাফিয়ে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। বিষয়টি নিয়ে চিন্তিত প্রশাসন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম বর্ধমান: বর্ষাকাল শুরু হতেই ভয়াবহ রূপ নিচ্ছে ডেঙ্গি সংক্রমণ। দ্রুত হারে আক্রান্তের সংখ্যা বাড়ছে দুর্গাপুরে। আতঙ্কের পরিস্থিতি শহরের ৩২ নম্বর ওয়ার্ডে। দুর্গাপুরের পলাশডিহা এলাকায় আগেই ১৪ জন ডেঙ্গি আক্রান্তের খবর পাওয়া গিয়েছিল। সেখানে নতুন করে আরও ২৮ জনের শরীরে ডেঙ্গির ভাইরাস পাওয়া গিয়েছে। সব মিলিয়ে শহরে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ৫০ জন এর কাছাকাছি। ফলে আতঙ্ক বাড়ছে সাধারণ মানুষের মধ্যে
advertisement

আরও পড়ুন: হনুমানের তাণ্ডবে জখম ১০, আশঙ্কাজনক ৩

বর্ষার শুরুতেই ডেঙ্গি সংক্রমণ এমন ভয়াবহ রূপ নেওয়ায় চিন্তিত প্রশাসন‌ও। পরিস্থিতি মোকাবিলায় দুর্গাপুর পুরসভার স্বাস্থ্য বিষয়ক আধিকারিক ও কর্মীদের নিয়ে একটি বৈঠক করেছে জেলা প্রশাসন। সুডার তরফ থেকে একটি ভার্চুয়াল বৈঠক‌ও করা হয়। ডেঙ্গি নিয়ন্ত্রণে নানান পরিকল্পনা গ্রহণ করেছে দুর্গাপুর পুরসভা। পলাশডিহা এলাকায় খোলা হয়েছে ফিভার ক্যাম্প। শহরের অন্য জায়গাতেও ২৫ শতাংশের বেশি বাসিন্দা জ্বরে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলেই সেখানেও ফিভার ক্যাম্প করে ব্লাড টেস্ট করা হবে বলে জানানো হয়েছে।

advertisement

View More

তবে পুর কর্তৃপক্ষ জানিয়েছে পলাশডিহা এলাকা অর্থাৎ ৩২ নম্বর ওয়ার্ড ছাড়া শহরের বাকি ৪২ টি ওয়ার্ডেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। কিন্তু হঠাৎ করে পলাশডিহা এলাকায় কী করে ডেঙ্গির প্রকোপ এতোটা বেড়ে গেল তা খুঁজে বের করার চেষ্টা চলছে। এদিকে ডেঙ্গি নিয়ন্ত্রণ করতে সাফাই অভিযানে জোর দিয়েছে দুর্গাপুর পুরসভা। পাশাপাশি এই সময় মশার কামড় থেকে কীভাবে বাঁচা যাবে তা নিয়েও শহরবাসীকে সচেতন করার উদ্যোগ নেওয়া হয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অরণ্যের নাম গণপুর, কলকাতার খুব কাছে মাত্র ৫০ টাকা খরচে গভীর জঙ্গলে সঙ্গীকে নিয়ে ঘুরে আসুন!
আরও দেখুন

নয়ন ঘোষ

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: পলাশডিহায় হু হু করে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা! দুর্গাপুর নিয়ে চিন্তায় প্রশাসন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল