আরও পড়ুন: জেলাজুড়ে সারাদিন রবি স্মরণ
আসানসোল পুরনিগমের পক্ষ থেকে রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে মঙ্গলবার সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল। সেখানে স্কুলের ছাত্রছাত্রী থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিরা হাঁটেন। আসানসোলের মেয়র বিধান উপাধ্যায়, চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায় সহ পুর আধিকারিকরাও পা মেলান। শোভাযাত্রাটি আসানসোলের বিএনআর মোড়ে এসে শেষ হয়। এখানে অবস্থিত রবীন্দ্র মূর্তিতে মালা দেন মেয়র। জানা গিয়েছে, রবীন্দ্রজয়ন্তী উপলক্ষে মঙ্গলবারের পাশাপাশি বুধবারও বিভিন্ন অনুষ্ঠান রেখেছে আসানসোল পুরনিগম।
advertisement
এদিকে দুর্গাপুরের তপোবন সিটির বাসিন্দারা এদিন সকালে কবিগুরুর স্মরনে এক প্রভাত ফেরির আয়োজন করেন। সেখানকার কয়েশো পুরুষ ও মহিলা এই প্রভাত ফেরিতে অংশগ্রহন করেন। এখানে কবিতা, গান, নাচে মাধ্যমে বিশ্বকবিকে শ্রদ্ধা জানানো হয়। এদিন সকাল থেকেই রবীন্দ্র সঙ্গীতে মুখরিত ছিল তপোবন সিটি প্রাঙ্গন। প্রভাতফেরি শেষে তপোবন সিটির গান্ধি মুর্তির সামনে সকলে সমবেত হয়ে কবিগুরুকে শ্রদ্ধা জানান।
নয়ন ঘোষ