TRENDING:

West Burdwan News: সরকারি হাসপাতালে শিশু চুরি, হুলুস্থুল কাণ্ড দুর্গাপুরে

Last Updated:

প্রসূতি বিভাগের চার নম্বর বেডে ভর্তি করা হয় গর্ভবতী ওই মহিলাকে। দুপুরে সন্তানকে বিছানায় রেখে খাওয়ার বাসন নামাতে বাইরে যান। এরই মধ্যে ঘটে যায় শিশু চুরির ঘটনা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#পশ্চিম বর্ধমান: দুর্গাপুর মহকুমা সরকারি হাসপাতালের কাণ্ডে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহর জুড়ে। হাসপাতাল থেকে উধাও হয়ে গিয়েছে সদ্যোজাত শিশু। যে ঘটনায় হাসপাতালে নিরাপত্তার দিকে প্রশ্ন চিহ্ন উঠেছে। পাশাপাশি এই শিশু চুরির ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে স্থানীয় প্রশাসন এবং হাসপাতাল কর্তৃপক্ষ।
কান্নায় ভেঙে পড়েছেন হারিয়ে যাওয়া শিশুটির মা।
কান্নায় ভেঙে পড়েছেন হারিয়ে যাওয়া শিশুটির মা।
advertisement

কী কারণে শিশু চুরি হয়েছে, বা শিশুটি কীভাবে উধাও হয়ে গিয়েছে, তার উত্তর এখনও অজানা। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। সদ্যজাত শিশু হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়ার ফলে রীতিমতো ভেঙ্গে পড়েছেন ওই সদ্যজাত শিশুর মা এবং তার পরিবার। যেকোনও মূল্যে নিজের সন্তানকে ফিরে পেতে চান মা।

আরও পড়ুন West Midnapore News: মেদিনীপুরের কংসাবতী রেলব্রিজে ট্রেনে কাটা পড়ে মৃত্যু এক যুবকের, প্রাথমিক অনুমান আত্মহত্যা 

advertisement

জানা গিয়েছে, চলতি সপ্তাহে সোমবার সকালে পান্ডবেশ্বরের গোসাঁইডাঙা থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল ভাদু সিং নামে এক মহিলা। অভিযোগ, সেই সময় এক মহিলা তাকে সাহায্য করার অছিলায় তাকে হুইল চেয়ারে ঠেলে হাসপাতালের প্রসূতি বিভাগে নিয়ে যেতে চান। প্রসূতি বিভাগের চার নম্বর বেডে ভর্তি করা হয় গর্ভবতী মহিলাকে। তারপর দুপুরে সন্তানকে বিছানায় রেখে খাওয়ার বাসন নামাতে বাইরে যান ওই মহিলা। এরই মধ্যে ঘটে যায় শিশু চুরির ঘটনা।

advertisement

View More

আরও পড়ুন One Rupee Singara| North 24 Parganas News: এখনও পাওয়া যায় এক টাকার সিঙ্গারা! স্কুল পড়ুয়াদের জন্য আবদার মেটান পরিমল দাদু

মহিলার অভিযোগ, আগ বাড়িয়ে সাহায্য করতে আসা ওই মহিলাই তার শিশুকে চুরি করেছেন। চুরির খবর চাউর হতেই নিউটাউনশিপ থানার পুলিশকে বিষয়টি জানায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পাওয়ার পর এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কিন্তু এখনও পর্যন্ত উধাও হয়ে যাওয়া ওই শিশুটির কিনারা করা যায়নি। ফলে শিশুটির মা এবং তার পরিবার দুশ্চিন্তার সঙ্গে দিন কাটাচ্ছেন। চাইছেন দ্রুত নিজের সন্তানকে ফিরে পেতে।

advertisement

আরও পড়ুন East Midnapore News: মর্মান্তিক! নিজের বাড়িতে electric shock-এ মৃত্যু কলেজ পড়ুয়ার

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

তবে খোদ সরকারি হাসপাতালের হাজার নিরাপত্তার বেড়াজাল টপকে সদ্যজাত শিশু সন্তান চুরির ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে প্রসূতি বিভাগের বাকি গর্ভবতী মহিলা ও তাদের পরিজনদের। তবে এই ব্যাপারে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল গর্ভবতী মহিলার পরিবারকেই দায়ী করেছেন। ঘটনার পরে শিশুদের খোঁজে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।

advertisement

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Burdwan News: সরকারি হাসপাতালে শিশু চুরি, হুলুস্থুল কাণ্ড দুর্গাপুরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল