কী কারণে শিশু চুরি হয়েছে, বা শিশুটি কীভাবে উধাও হয়ে গিয়েছে, তার উত্তর এখনও অজানা। ঘটনার তদন্ত নেমেছে পুলিশ। সদ্যজাত শিশু হাসপাতাল থেকে উধাও হয়ে যাওয়ার ফলে রীতিমতো ভেঙ্গে পড়েছেন ওই সদ্যজাত শিশুর মা এবং তার পরিবার। যেকোনও মূল্যে নিজের সন্তানকে ফিরে পেতে চান মা।
advertisement
জানা গিয়েছে, চলতি সপ্তাহে সোমবার সকালে পান্ডবেশ্বরের গোসাঁইডাঙা থেকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি হয়েছিল ভাদু সিং নামে এক মহিলা। অভিযোগ, সেই সময় এক মহিলা তাকে সাহায্য করার অছিলায় তাকে হুইল চেয়ারে ঠেলে হাসপাতালের প্রসূতি বিভাগে নিয়ে যেতে চান। প্রসূতি বিভাগের চার নম্বর বেডে ভর্তি করা হয় গর্ভবতী মহিলাকে। তারপর দুপুরে সন্তানকে বিছানায় রেখে খাওয়ার বাসন নামাতে বাইরে যান ওই মহিলা। এরই মধ্যে ঘটে যায় শিশু চুরির ঘটনা।
মহিলার অভিযোগ, আগ বাড়িয়ে সাহায্য করতে আসা ওই মহিলাই তার শিশুকে চুরি করেছেন। চুরির খবর চাউর হতেই নিউটাউনশিপ থানার পুলিশকে বিষয়টি জানায় দুর্গাপুর মহকুমা হাসপাতাল কর্তৃপক্ষ। খবর পাওয়ার পর এই ঘটনার তদন্তে নেমেছে পুলিশ কিন্তু এখনও পর্যন্ত উধাও হয়ে যাওয়া ওই শিশুটির কিনারা করা যায়নি। ফলে শিশুটির মা এবং তার পরিবার দুশ্চিন্তার সঙ্গে দিন কাটাচ্ছেন। চাইছেন দ্রুত নিজের সন্তানকে ফিরে পেতে।
আরও পড়ুন East Midnapore News: মর্মান্তিক! নিজের বাড়িতে electric shock-এ মৃত্যু কলেজ পড়ুয়ার
তবে খোদ সরকারি হাসপাতালের হাজার নিরাপত্তার বেড়াজাল টপকে সদ্যজাত শিশু সন্তান চুরির ঘটনায় এখন ব্যাপক আতঙ্কে প্রসূতি বিভাগের বাকি গর্ভবতী মহিলা ও তাদের পরিজনদের। তবে এই ব্যাপারে দুর্গাপুর মহকুমা হাসপাতালের সুপার ডক্টর ধীমান মন্ডল গর্ভবতী মহিলার পরিবারকেই দায়ী করেছেন। ঘটনার পরে শিশুদের খোঁজে পুলিশ তদন্ত চালাচ্ছে বলে জানিয়েছেন তিনি।