এযাবৎকাল পর্যন্ত মাত্র তিনজন বাঙালি চিকিৎসক এই আমেরিকার অ্যাকাডেমি অফ নিউরোলজি-তে স্থান পেয়েছেন। যদিও গোটা ভারতবর্ষ থেকে প্রায় ৫০০ জন চিকিৎসক এই মার্কিন সংস্থার সদস্য। চিকিৎসক প্রবীণ যাদবের এই কৃতিত্বে খুশি দুর্গাপুরবাসী।
আরও পড়ুন: সাফাই কর্মীরা কোথায়? দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত বোলপুরবাসীর
প্রসঙ্গত, কয়েক মাস আগে প্রবীণ যাদব আমেরিকার অ্যাকাডেমি অফ নিউরোলজি থেকে ভলেন্টিয়ার সার্ভিস সম্মানে ভূষিত হয়েছিলেন। যে সম্মান তাঁকে আগামী এপ্রিল মাসে আমেরিকার বোস্টনে প্রদান করা হবে। তার মধ্যেই ফের নতুন করে ফেলো সম্মানে ভূষিত হলেন । মার্কিন সংস্থাটির তরফ থেকে ই-মেল মারফত তাঁকে এই সুখবর জানানো হয়। প্রসঙ্গত বেশ কয়েকটি বিষয় খতিয়ে দেখে এই সম্মান দেওয়া হয়। যেমন চিকিৎসা ক্ষেত্রে অবদান, চিকিৎসার গুণগতমান, রিসার্চ এবং সামাজিক দায়বদ্ধতা ইত্যাদি বিষয়গুলি দেখে এই ফেলো সম্মান দেওয়া হয়।
advertisement
আমেরিকার অ্যাকাডেমি অফ নিউরোলজি-র ফেলো সম্মান মূলত ৫০ বছরের বেশি বয়সী চিকিৎসকরাই পেয়ে থাকেন। কিন্তু প্রবীণ যাদব মাত্র ৪২ বছর বয়সেই এই সম্মান অর্জন করলেন। তিনি জানিয়েছেন এই সম্মান আগামী দিনে মানুষের সেবায় তাঁকে আরও বেশি করে উদ্বুদ্ধ করবে।
নয়ন ঘোষ