Birbhum News: সাফাই কর্মীরা কোথায়? দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত বোলপুরবাসীর

Last Updated:

রাস্তাঘাটে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে ময়লা আবর্জনা। সেখান থেকে বের হচ্ছে প্রবল দুর্গন্ধ। আর তাতেই দম বন্ধ হওয়ার যোগার বোলপুরবাসীর

বীরভূম: কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সাধের পীঠস্থান শান্তিনিকেতন। এই শান্তিনিকেতন সহ বোলপুর সারা বছর ঘুরতে আসেন বহু পর্যটক। কিন্তু শান্তিনিকেতন ও বোলপুরে বিভিন্ন ওয়ার্ডে রাস্তার উপর ময়লা আবর্জনা ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। বলতে গেলে এটাই ওখানকার রোজের ছবি। এরফলে পরিবেশ দূষণ বাড়ছে বোলপুর শহরে। এদিকে দুর্গন্ধে ক্রমশই অতিষ্ঠ হয়ে উঠছেন শহরবাসী।
বোলপুর পুর এলাকায় প্রায় দেড় লক্ষের বেশি মানুষ বসবাস করেন। ময়লা আবর্জনা এইভাবে রাস্তার উপর পড়ে থাকায় সেখানে মশা ডিম পাড়ছে, মাছির উপদ্রব বাড়ছে। যার কারণে সর্বশেষ স্বাস্থ্য‌ও ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে। কোন‌ও কোন‌ও জায়গায় দীর্ঘদিন ধরে ময়লা আবর্জনা জমে থাকায় পচা গন্ধ বের হচ্ছে। এই অবস্থায় বোলপুর পুরসভার সাফাই কর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। গোটা ঘটনায় বোলপুর পুরসভা কর্তৃপক্ষ উদাসীন বলে শহরবাসীর অভিযোগ।
advertisement
advertisement
এই অভিযোগ প্রসঙ্গে বোলপুর পুরসভার পুরপ্রধান পর্ণা ঘোষ বলেন, "এই নিয়ে অভিযোগ পেয়েছি। আমাদের পুরসভার তরফে সাফাই কর্মীরা সকালে বাড়ি বাড়ি গিয়ে আবর্জনা সংগ্রহ করে নির্দিষ্ট জায়গায় ফেলে। তবে অন্য সময় কেউ রাস্তার উপর ময়লা ফেলছে কিনা তা দেখা সব সময় সম্ভব হয় না। তাই যেখানে যেখানে ময়লা আবর্জনা জমে রয়েছে সেইগুলি দ্রুত পরিস্কার করার ব্যবস্থা করছি।”
advertisement
সৌতিক চক্রবর্তী
view comments
বাংলা খবর/ খবর/বীরভূম/
Birbhum News: সাফাই কর্মীরা কোথায়? দুর্গন্ধে প্রাণ ওষ্ঠাগত বোলপুরবাসীর
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement