বৃহস্পতিবার রমেশ রক্ষিত দুর্গাপুরে ফিরলে আইটিআই কলেজের পক্ষ থেকে তাঁকে সংবর্ধনা দেওয়া হয়। একটি পদযাত্রা করে দুর্গাপুরের মুচিপাড়া থেকে কলেজ পর্যন্ত নিয়ে যাওয়া হয় এই জাতীয় শিক্ষককে। সবার কাছ থেকে এত ভালবাসা পেয়ে আপ্লুত জাতীয় শিক্ষক রমেশ রক্ষিত।
আরও পড়ুন: বাঁশের ঝুড়ি বুনে চলছে না সংসার
advertisement
আদতে বাঁকুড়ার বাসিন্দা রমেশবাবু। তবে বর্তমানে পরিবার নিয়ে থাকেন দুর্গাপুরেই। দুর্গাপুর আইটিআইয়ে ২০১৮ সালে যোগদেন। সেখানে পড়ুয়াদের পড়ানোর পাশাপাশি মনোবল বাড়ানোরও কাজ করেন। যে পড়ুয়ারা উচ্চমাধ্যমিক পরীক্ষায় কম নম্বর পায়, যারা মনোবল হারিয়ে ফেলে তাদেরকে তিনি আবার ফের শক্ত হতে শেখান। লড়াই করে জীবনের পথে এগিয়ে চলার দিশা দেখান এই জাতীয় শিক্ষক। এদিন সংবর্ধনা অনুষ্ঠানে তিনি পরামর্শ দেন, ‘পড়ুয়াদের ভালোবাসুন, নিজের সবটা উজাড় করে দিন।’
উল্লেখ্য, দুর্গাপুরের মুচিপাড়ায় গভর্নমেন্ট আইটিআই কলেজের ইন্সট্রাক্টর রমেশ রক্ষিত। অটোমেশন বিষয়ক পিএলবি ল্যাবের মাস্টার ট্রেনার তিনি। ২০১০ সালে তিনি গড়িয়াহাট আইটিআইয়ে ইন্সট্রাক্টর হিসেবে যোগ দেন। ২০১৮ সালে ইন্সট্রাক্টর ইলেকট্রিশিয়ান পদে যোগ দেন দুর্গাপুর গভর্নমেন্ট আইটিআই কলেজে। তাঁর জাতীয় শিক্ষক হওয়ায় খুশি সকলে।
নয়ন ঘোষ