TRENDING:

Durgapur News : শহরের বুকে বিশাল সবুজের ঠিকানা, পরিত্যক্ত জমিতে গড়ে উঠছে নগরবন

Last Updated:

আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে নগরবন সাজিয়ে তোলা হচ্ছে। এতদিন এই বিশাল জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দুর্গাপুর: শহর দুর্গাপুরে প্রাতঃভ্রমণ অথবা বৈকালিক অবসরে কাটানোর নতুন ঠিকানা। দুর্গাপুর শহরের বিশাল এলাকা জুড়ে গড়ে উঠছে নগরবন। দুর্গাপুর সার্কিট হাউসের একেবারে উল্টোদিকে অবস্থিত ফাঁকা জায়গায় তৈরি হচ্ছে পার্কটি। ইতিমধ্যেই অনেকখানি কাজ সম্পন্ন হয়েছে। আগামী কয়েক মাসের মধ্যে পুরো এলাকাটির সৌন্দর্যায়ন সম্পূর্ণ হয়ে যাবে। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে নগরবন সাজিয়ে তোলা হচ্ছে। এতদিন এই বিশাল জায়গাটি পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। যে জায়গাটি ছিল আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের অধীনেই।
advertisement

উল্লেখ্য, দুর্গাপুর শহরের সিটি সেন্টার ঢোকার মুখে জাতীয় সড়কের পাশে বিশাল একটি এলাকা ফাঁকা অবস্থায় পড়েছিল। ওই জায়গায় অর্গানিক গার্ডেন তৈরির পরিকল্পনা ছিল। তবে তা আর বাস্তবায়ন হয়নি। উল্টোদিকে ওই জায়গাটি ধীরে ধীরে স্থানীয় এলাকার বস্তির গবাদি পশু গুলির খামারে পরিণত হচ্ছিল। ফলে ওই জায়গায় বাড়ছিল আবর্জনা, দুর্গন্ধ। অথচ তার একেবারে বিপরীত দিকে তৈরি হয়েছে দুর্গাপুর সার্কিট হাউস। যেখানে এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাত্রি বাস করেছেন।

advertisement

আরও পড়ুন ঃ ধেয়ে আসে অশালীন ইঙ্গিত, রাতভর মদ্যপদের উৎপাত! প্রতিবাদে এ কী করলেন প্রমীলা বাহিনী

স্বাভাবিকভাবে ওই জায়গাটা যেমন স্থানীয় মানুষজনের পক্ষ থেকে পরিষ্কার করার দাবি উঠেছিল, তেমনভাবেই প্রশাসনিক মহলেও তার প্রয়োজনীয়তা উঠে এসেছিল। তারপরে এই উদ্যোগ। আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের উদ্যোগে এই জায়গাটি পরিষ্কার করে নগরবন তৈরির পরিকল্পনা করা হয়। যেখানে তৈরি করা হচ্ছে পার্ক। লাগানো হচ্ছে নানা ধরনের গাছ। এই জায়গাটি যেমন শহরের মানুষজন প্রাতভ্রমণের জন্য ব্যবহার করতে পারবেন, তেমনভাবেই বৈকালিক অবসর কাটানোর জন্য ব্যবহার করা যাবে।

advertisement

View More

তাছাড়াও থাকবে ছোট শিশুদের খেলাধুলা করার ব্যবস্থা। একইসঙ্গে ওই জায়গায় বিভিন্ন কৃত্রিম জলাশয় তৈরি করা হচ্ছে। বড় ছোট মিলিয়ে নানা প্রজাতির গাছ থাকবে সেখানে। যার মধ্যে থাকবে ভেষজ গুণসম্পন্ন বেশ কিছু উদ্ভিদও। অন্যদিকে শহরে বাড়বে সবুজের পরিমাণ। এই জায়গায় গেলে পাওয়া যাবে সতেজ অক্সিজেন। সবমিলিয়ে এই নগরবন দুর্গাপুর শহরের কাছে এক বড় উপহার হতে চলেছে।

advertisement

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Durgapur News : শহরের বুকে বিশাল সবুজের ঠিকানা, পরিত্যক্ত জমিতে গড়ে উঠছে নগরবন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল