Crime News: ধেয়ে আসে অশালীন ইঙ্গিত, রাতভর মদ্যপদের উৎপাত! প্রতিবাদে এ কী করলেন প্রমীলা বাহিনী

Last Updated:

Asansol News: অবৈধভাবে রাস্তার পাশেই মদ্যপান করতে দেখা যায় অনেক জনকে। তবে শেষ নয় এখানেই। মদ্যপদের অশালীন আচরণ আরও বেশি বিরক্তিকর হয়ে উঠেছে স্থানীয় মহিলাদের কাছে।

+
খুল্লামখুল্লা

খুল্লামখুল্লা মদ্যপান, মদ্যপদের উৎপাত

আসানসোল, পশ্চিম বর্ধমান : রাতভর চলে মদ্যপান। রাস্তার পাশে খুল্লামখুল্লা মদ্যপানের পাশাপাশি চলে মদ্যপদের উৎপাত। রাস্তার পাশ দিয়ে যাওয়া মহিলাদের উদ্দেশ্য করে ধেয়ে আসে অশালীন আচরণ। তা দেখতে দেখতে রাস্তা পার হতে বাধ্য হন মহিলারা। প্রতি মুহূর্তে কানে ভেসে আসে অশালীন শব্দবান। রাত একটা – দুটো পর্যন্ত চলে উৎপাত। আর এমন ঘটনার জন্য রীতিমত সমস্যায় হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর এলাকার ৭৮ নম্বর ওয়ার্ডের মহিলারা।
স্থানীয় মহিলাদের অভিযোগ, বার্নপুর এলাকায় বেশ কয়েকটি লিকার শপ রয়েছে। যেখানে সন্ধ্যের পর থেকেই ভিড় বাড়তে শুরু করে মদ্যপদের। আর উৎপাত শেষ হতে মধ্যরাত্রি পেরিয়ে যায়। অবৈধভাবে রাস্তার পাশেই মদ্যপান করতে দেখা যায় অনেক জনকে। তবে শেষ নয় এখানেই।
advertisement
advertisement
মদ্যপদের অশালীন আচরণ আরও বেশি বিরক্তিকর হয়ে উঠেছে স্থানীয় মহিলাদের কাছে। তারা বলছেন, রাত বিরেতে তাদের রাস্তা দিয়ে যাতায়াত করতে হয়। আর তখন শিকার হতে হয় বিরূপ মুহূর্তের। পাশাপাশি মদ্যপদের অশালীন আচরণে এলাকার পরিবেশ খারাপ হচ্ছে বলে অভিযোগ।
advertisement
অবশেষে কোনও উপায় না পেয়ে এলাকার প্রমীলা বাহিনী প্রতিবাদে সরব হয়েছেন। তারা যে সমস্ত লিকার শপগুলিতে এমন ঘটনা চলছিল, সেই দোকানগুলির সামনে বিক্ষোভ দেখান। বন্ধ করে দিয়েছেন সে সমস্ত দোকানগুলি।
পাশাপাশি স্থানীয় মহিলারা জমায়েত করে হিরাপুর থানায় হাজির হন। সেখানে একটি ডেপুটেশন দিয়েছেন তারা। স্থানীয় মহিলাদের আবেদন, যাতে স্থানীয় পুলিশ প্রশাসন এই ব্যাপারে দ্রুত পদক্ষেপ করে। মদ্যপদের এই উৎপাত বন্ধ করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়।
advertisement
নয়ন ঘোষ
view comments
বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Crime News: ধেয়ে আসে অশালীন ইঙ্গিত, রাতভর মদ্যপদের উৎপাত! প্রতিবাদে এ কী করলেন প্রমীলা বাহিনী
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement