Anubrata Daughter || Sukanya Mondal: কোনও কাজেই এল না অনুব্রতর প্রার্থনা...! 'বড়' কারণ দেখিয়েও ছাড় পেলেন না সুকন্যা, খারিজ জামিনের আবেদন
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
- Written by:Rajib Chakraborty
Last Updated:
Anubrata Mondal || Sukanya Mondal: গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল রউজ অ্যাভিনিউ আদালত। এর আগে এই মামলার শুনানি হয়।
নয়াদিল্লি : গরু পাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করল রউজ অ্যাভিনিউ আদালত। এর আগে এই মামলার শুনানি হয়। বিচারক রঘুবীর সিং রায়দান স্থগিত রেখেছিলেন। আজ সুকন্যার জামিনের আর্জি খারিজ করে দেন তিনি।
গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের তরফে আইনজীবী অমিত কুমার আজ আর্জি জানিয়েছিলেন, সুকন্যাকে ইডির জিজ্ঞাসাবাদ শেষ করেছে। একই অভিযোগে অন্যরা জামিনে মুক্ত রয়েছেন। সেক্ষেত্রে সুকন্যাও একই মামলায় জামিনের আবেদন জানিয়েছেন। শুধু তাই নয়, সুকন্যা অসুস্থ অস্ত্রপচারের প্রয়োজন রয়েছে বলেও আবেদনে জানান তাঁর আইনজীবী অমিত কুমার।
advertisement
advertisement
প্রসঙ্গত, অনুব্রত মণ্ডল গত ৮ মে বলেছিলেন, ‘সুকন্যা জামিনের জন্য আবেদন জানিয়েছেন এখানে। ঈশ্বর যেন জামিনটা দিয়ে দেয়’। কিন্তু ব্যর্থ হল কেষ্টর প্রার্থনা। গরুপাচার মামলায় সুকন্যা মণ্ডলের জামিনের আবেদন খারিজ করে দিল দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত।
advertisement
একইসঙ্গে কার্যত স্থগিত হয়ে গেল অনুব্রত মণ্ডলের জামিনের আবেদনের শুনানিও। সোমবার থেকে গরমের ছুটি পড়ে যাওয়ার কারণে আগামী এক মাসে আর এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা প্রায় নেই। ফলে জুন মাসও কার্যত তিহাড় জেলেই কাটাতে হবে অনুব্রত ও সুকন্যাকে।
advertisement
একদিনে জোড়া ধাক্কা বাবা-মেয়ের! এর আগে ২৬ মে-র শুনানিতে গরু পাচারের টাকা লেনদেনে মেয়ে সুকন্যা বাবা অনুব্রতকে সাহায্য করেছিলেন দাবি করে সুকন্যার জামিনের বিরোধিতা করেছিল ইডি। এর আগে চিকিৎসার প্রয়োজন-সহ ৩টি কারণ দেখিয়ে দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে জামিনের আবেদন জানিয়েছিলেন সুকন্যা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
June 01, 2023 6:17 PM IST