আপনি কি বুদ্ধিমান? 'জিনিয়াসদের' এই ৭ টি অভ্যাস থাকবেই! মিলিয়ে নিন আপনারটি
- Published by:Sanjukta Sarkar
- news18 bangla
Last Updated:
General Knowledge: বিশেষ কিছু লক্ষণ থাকে বা বলা যায় কিছু অভ্যাস, যা মেধাবী, বুদ্ধিমান, চালাক ব্যক্তিরা করে থাকেন। আর এই লক্ষণই চিনিয়ে দেয় জিনিয়াসদের। আপনিও কি জিনিয়াস মানুষের ক্যাটাগরিতে পড়েন? চলুন এই প্রতিবেদনের সাহায্যে বুঝে নেওয়া যাক।
advertisement
advertisement
advertisement
গভীর রাতে জেগে থাকার অভ্যাস- বেশিরভাগ জিনিয়াসদের গভীর রাতে জেগে থাকার অভ্যাস থাকে। কিছু না কিছু পড়া বা চিন্তা করা একটি অভ্যাস। ইতিহাস সাক্ষী আছে, বেশিরভাগ প্রতিভাবান মানুষেরই অনিদ্রা অর্থাৎ নিদ্রাহীনতার রোগ ছিল। অনেক বুদ্ধিমান ব্যক্তির আত্মজীবনী দেখায় যে তাদের সকলের মধ্যে একটি জিনিস মিল ছিল। অর্থাৎ, তার ঘুমের ব্যাধি ছিল বা তিনি রাতে খুব কম ঘুমোতেন।
advertisement
বিজ্ঞান, খেলাধুলা, ব্যবসা, রাজনীতি বা শিল্পকলার ক্ষেত্রে অনেক মহান ব্যক্তির খুব কম ঘুমোনোর অভ্যাস ছিল। সারাক্ষণ কিছু করার আবেগ ও চিন্তা তাঁদের ঘুমোতে দেয় না। নিকোলা টেসলা, যাঁর দৌলতে আপনার বাড়িতে আজ বিদ্যুৎ পৌঁছেছে, তিনি দিনে মাত্র ২ থেকে ৩ ঘণ্টা ঘুমোতেন। লিওনার্দো দ্য ভিঞ্চি, যিনি মোনালিসার মতো দুর্দান্ত চিত্রকর্মটি তৈরি করেছিলেন, তিনি দিনে মাত্র ৩ ঘণ্টা ঘুমোতেন।
advertisement
advertisement
advertisement
ঘুমানোর আগে চিন্তা করা- সাধারণ মানুষ বিছানায় পড়ার সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে, যেখানে প্রতিভাবান মানুষের মন সারাক্ষণ ছুটতে থাকে এবং তারা বিছানায়ও অনেক কিছু নিয়ে চিন্তা করে। ঘুমানোর আগে চিন্তা করার অভ্যাস থাকলে সেটিকেও জিনিয়াস হওয়ার লক্ষণ বলে বিবেচনা করা হয়। আজ কী হল, কাল কী হবে, ঘুমোনোর আগে এসব ভাবার অভ্যাস।
advertisement
advertisement
advertisement
advertisement