স্থানীয়রা বলছেন, রবিবার বেলা বারোটা নাগাদ হঠাৎ শিব মন্দিরে পুজো দিতে আসেন এক ভক্ত। তিনি লক্ষ্য করেন, নন্দী মহারাজের মুখের সামনে জল ধরলেই উধাও হচ্ছে জল। পাশেই রয়েছে ভগবান শিবের পাথরের মূর্তি। ভগবান শিবের মুখের কাছে জল ধরলেও উধাও সেই জল। ভগবান শিব এবং নন্দী দেব জল পান করছেন। যে খবর ছড়িয়ে পড়ে মুহূর্তেই।
advertisement
আরও পড়ুন: শাহরুখ থেকে সলমন! বলিউডের এই দশ তারকা মাসে কত লক্ষ টাকা বিদ্যুতের বিল দেয় জানেন? আঁতকে উঠবেন!
আরও পড়ুন:
খবর জানাজানি হতেই, মন্দির চত্বরে লেগেছে ভক্তের ভিড়। শুরু হয়েছে পূজা অর্চনা। এর পিছনে কি বৈজ্ঞানিক কারণ আছে? জানা নেই এলাকাবাসীর। তবে ভগবান শিব ও নন্দী মহারাজ জল পান করছেন এটা সত্য – এমনটাই বলছেন স্থানীয়রা। মধুসূদনপুর কোলিয়ারি এলাকার হৃদয়রাম গুপ্তা নামে এক ব্যক্তি জানিয়েছেন, ভগবান শিব ও নন্দী মহারাজের মূর্তি জল পান করছেন। দুপুর থেকেই প্রচুর ভক্ত মন্দির চত্বরে আসতে শুরু করেছেন। তবে এই জল খাওয়ার ঘটনা কিন্তু এর আগেও অনেক জায়গায় শোনা গিয়েছে। এর পিছনে একটি বৈজ্ঞানিক কারণও থাকে। যা এর আগে বহুবার প্রমাণ হয়েছে। তবে এই মন্দিরের ঘটনা নিয়ে এখনও কোনও বৈজ্ঞানিক যুক্তি জানা যায়নি!
Nayan Ghosh