দাবি পূরণেও আশা পূরণ করলেন মন্ত্রী। দর্শকদের সাধ মেটাতে বেশ কিছুক্ষণ মাঠে ক্রিকেটারের ভূমিকায় দেখা গেল তাঁকে। রাজনীতির ময়দান ছেড়ে সোজা খেলার ময়দানে মন্ত্রীকে এ ভাবে দেখে বিস্মিত অনেকই। আবার আনন্দিতও। সবমিলিয়ে মন্ত্রী মলয় ঘটককে এ দিন দেখা গেল একজন ক্রিকেটারের ভূমিকায়। তবে পরনে ছিল চির পরিচিত পাজামা পাঞ্জাবি। ক্রিকেটের পোশাক ছেড়ে এদিন ক্রিকেটার হয়ে মাঠ দাপিয়েছেন রাজ্যের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী। উৎসাহ যুগিয়েছেন অন্যান্য খেলোয়াড়দের। মাঠে নেমে দর্শকদের নজর টেনেছেন নিজের দিকে।
advertisement
আরও পড়ুন: বার বার লটারিতে লাখপতি অনুব্রত- সুকন্যা! সিবিআই-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
আরও পড়ুন: হাওড়া থেকে সুন্দরবন, চেম্বার খুলে রমরমিয়ে চলছে ভুয়ো ডাক্তারি! গ্রেফতার অভিযুক্ত
প্রসঙ্গত, আসানসোলে ডিসিসি ক্লাবের উদ্যোগে একটি নকআউট ক্রিকেট টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেছে মোট ১৬ টি দল। শীতের শুরুতেই খেলাধুলার মরশুম শুরু হয়েছে এই ক্রিকেট টুর্নামেন্টের মধ্য দিয়ে। আর এই টুর্নামেন্টের উদ্বোধনে গিয়েছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক। উদ্বোধনী অনুষ্ঠানে গিয়ে তাকে ক্রিকেটারের ভূমিকায় দেখা গিয়েছে। এদিন এই ক্রিকেট টুর্নামেন্টের আয়োজনের জন্য উদ্যোক্তাদের সাধুবাদ জানিয়েছেন রাজ্যের মন্ত্রী। বলেছেন, খেলাধুলো বর্তমান প্রজন্মের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি শীতের সময় বিভিন্ন প্রতিযোগিতামূলক ক্রীড়ার আয়োজন সকলকেই আনন্দ দেয়। শীতের দুপুর উপভোগ্য হয়ে ওঠে। আর এমন একটি টুর্নামেন্ট আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়েছেন উদ্যোক্তাদের।
Nayan Ghosh