Anubrata Mondal: বার বার লটারিতে লাখপতি অনুব্রত- সুকন্যা! সিবিআই-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত বছরের ডিসেম্বরের মাসে অনুব্রত লটারিতে এক কোটি টাকা জেতেন৷ গরু পাচারের তদন্তে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর সম্প্রতি অনুব্রতর লটারি জয় নিয়েও খোঁজ খবর করতে শুরু করে সিবিআই৷
#কলকাতা: একবার কোটিপতি নয়, লটারিতে বার বার লক্ষ লক্ষ টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল৷ অনুব্রতর লটারি রহস্যের কিনারা করতে গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য এল সিবিআই-এর হাতে৷ সাধারণ মানুষ যেখানে লটারিতে ভাগ্য ফেরাতে গিয়ে কখনও কখনও সর্বস্বান্তও হন, সেখানে অনুব্রতর এত চওড়া কপালের পিছনে গভীর রহস্যই দেখছেন সিবিআই কর্তারা৷
লটারি জয়ের নামে অনুব্রত আসলে গরু পাচারের কালো টাকা সাদা করেছেন, এমনই সন্দেহ ছিল সিবিআই আধিকারিকদের৷ অনুব্রতর একাধিকবার লটারি জয়ের তথ্য হাতে আসার পর সিবিআই কর্তাদের সেই সন্দেহ আরও দৃঢ় হয়েছে৷
advertisement
গত বছরের ডিসেম্বরের মাসে অনুব্রত লটারিতে এক কোটি টাকা জেতেন৷ গরু পাচারের তদন্তে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর সম্প্রতি অনুব্রতর লটারি জয় নিয়েও খোঁজ খবর করতে শুরু করে সিবিআই৷ সেই তদন্তেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে৷ লটারির টিকিটের নম্বরের সূত্র ধরে বীরভূমের একাধিক লটারির টিকিট বিক্রেতার খোঁজ পায় সিবিআই৷ যে লটারি বিক্রেতা ওই টিকিটটি বিক্রি করেছিলেন, তাঁকেও ডেকে পাঠায় সিবিআই৷ কিন্তু তিনি জানিয়ে দেন, ওই টিকিট আদৌ তিনি অনুব্রত মণ্ডলকে বিক্রি করেননি৷
advertisement
এর পাশাপাশি অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখতে গিয়েও চাঞ্চল্যকর তথ্য আসে সিবিআই আধিকারিকদের হাতে৷ সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও দু' দফায় লটারি জয়ের মারফত ৫১ লক্ষ টাকা ঢুকেছে৷ এর পাশাপাশি, ২০১৯ সালে অনুব্রত মণ্ডলের একটি অ্যাকাউন্টে লটারি জয়ের মাধ্যমে ১০ লক্ষ টাকা ঢোকে৷ যার অর্থ, কোটি টাকা জয় বাদ দিলে আরও অন্তত তিন বার অনুব্রত মণ্ডল অথবা সুকন্যা মণ্ডল লটারি জিতেছেন৷ প্রত্যেকবারই লক্ষ লক্ষ টাকা ঢুকেছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷
advertisement
লটারি জয়ের নামে অনুব্রত বা সুকন্যার অ্যাকাউন্টে আরও কোনও টাকা ঢুকেছে কি না, সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ সিবিআই আধিকারিকদের অনুমান, অন্য কারও জেতা লটারির টিকিট নগদ টাকায় কিনে নিয়ে অনুব্রত বা সুকন্যার নামে ভাঙানো হয়েছে৷ এ ভাবেই গরু পাচার বা বেআইনি সূত্রে পাওয়া টাকা নগদে লটারির টিকিট জয়ীকে দিয়ে তাঁর কাছ থেকে লটারি বাঁধা টিকিটটি নিয়ে নেওয়া হত৷ সেই টিকিট লটারি সংস্থায় জমা দিয়ে টাকা তুলে নেওয়া হত অনুব্রত বা সুকন্যা মণ্ডলের নামে৷ এই পদ্ধতিতেই গরু পাচারের মতো বেআইনি কারবার থেকে পাওয়া কালো টাকা সাদা করা হত একরকম নিশ্চিত সিবিআই গোয়েন্দারা৷
advertisement
লটারি জয়ের রহস্যভেদ করতে আসানসোল জেলে গিয়েও অনুব্রত মণ্ডলকে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা৷ যদিও জিজ্ঞাসাবাদে অনুব্রত যথারীতি সহযোগিতা করেননি বলেই সিবিআই সূত্রে খবর৷ লটারি রহস্যভেদে তাই আরও বেশি করে তথ্যপ্রমাণ সংগ্রহেই এখন জোর দিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 08, 2022 11:24 AM IST