Anubrata Mondal: বার বার লটারিতে লাখপতি অনুব্রত- সুকন্যা! সিবিআই-এর হাতে চাঞ্চল্যকর তথ্য

Last Updated:

গত বছরের ডিসেম্বরের মাসে অনুব্রত লটারিতে এক কোটি টাকা জেতেন৷ গরু পাচারের তদন্তে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর সম্প্রতি অনুব্রতর লটারি জয় নিয়েও খোঁজ খবর করতে শুরু করে সিবিআই৷

অনুব্রত- সুকন্যার ব্যাঙ্ক অ্যাকউন্টে বার বার ঢুকেছে লটারি জয়ের টাকা?
অনুব্রত- সুকন্যার ব্যাঙ্ক অ্যাকউন্টে বার বার ঢুকেছে লটারি জয়ের টাকা?
#কলকাতা: একবার কোটিপতি নয়, লটারিতে বার বার লক্ষ লক্ষ টাকা জিতেছেন অনুব্রত মণ্ডল৷ অনুব্রতর লটারি রহস্যের কিনারা করতে গিয়ে এমনই চাঞ্চল্যকর তথ্য এল সিবিআই-এর হাতে৷ সাধারণ মানুষ যেখানে লটারিতে ভাগ্য ফেরাতে গিয়ে কখনও কখনও সর্বস্বান্তও হন, সেখানে অনুব্রতর এত চওড়া কপালের পিছনে গভীর রহস্যই দেখছেন সিবিআই কর্তারা৷
লটারি জয়ের নামে অনুব্রত আসলে গরু পাচারের কালো টাকা সাদা করেছেন, এমনই সন্দেহ ছিল সিবিআই আধিকারিকদের৷ অনুব্রতর একাধিকবার লটারি জয়ের তথ্য হাতে আসার পর সিবিআই কর্তাদের সেই সন্দেহ আরও দৃঢ় হয়েছে৷
advertisement
গত বছরের ডিসেম্বরের মাসে অনুব্রত লটারিতে এক কোটি টাকা জেতেন৷ গরু পাচারের তদন্তে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করার পর সম্প্রতি অনুব্রতর লটারি জয় নিয়েও খোঁজ খবর করতে শুরু করে সিবিআই৷ সেই তদন্তেই একের পর এক চাঞ্চল্যকর তথ্য উঠে আসে৷ লটারির টিকিটের নম্বরের সূত্র ধরে বীরভূমের একাধিক লটারির টিকিট বিক্রেতার খোঁজ পায় সিবিআই৷ যে লটারি বিক্রেতা ওই টিকিটটি বিক্রি করেছিলেন, তাঁকেও ডেকে পাঠায় সিবিআই৷ কিন্তু তিনি জানিয়ে দেন, ওই টিকিট আদৌ তিনি অনুব্রত মণ্ডলকে বিক্রি করেননি৷
advertisement
এর পাশাপাশি অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য খতিয়ে দেখতে গিয়েও চাঞ্চল্যকর তথ্য আসে সিবিআই আধিকারিকদের হাতে৷ সিবিআই সূত্রে খবর, অনুব্রত মণ্ডলের মেয়ে সুকন্যা মণ্ডলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে আরও দু' দফায় লটারি জয়ের মারফত ৫১ লক্ষ টাকা ঢুকেছে৷ এর পাশাপাশি, ২০১৯ সালে অনুব্রত মণ্ডলের একটি অ্যাকাউন্টে লটারি জয়ের মাধ্যমে ১০ লক্ষ টাকা ঢোকে৷ যার অর্থ, কোটি টাকা জয় বাদ দিলে আরও অন্তত তিন বার অনুব্রত মণ্ডল অথবা সুকন্যা মণ্ডল লটারি জিতেছেন৷ প্রত্যেকবারই লক্ষ লক্ষ টাকা ঢুকেছে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে৷
advertisement
লটারি জয়ের নামে অনুব্রত বা সুকন্যার অ্যাকাউন্টে আরও কোনও টাকা ঢুকেছে কি না, সেটাই এখন খতিয়ে দেখছেন তদন্তকারীরা৷ সিবিআই আধিকারিকদের অনুমান, অন্য কারও জেতা লটারির টিকিট নগদ টাকায় কিনে নিয়ে অনুব্রত বা সুকন্যার নামে ভাঙানো হয়েছে৷ এ ভাবেই গরু পাচার বা বেআইনি সূত্রে পাওয়া টাকা নগদে লটারির টিকিট জয়ীকে দিয়ে তাঁর কাছ থেকে লটারি বাঁধা টিকিটটি নিয়ে নেওয়া হত৷ সেই টিকিট লটারি সংস্থায় জমা দিয়ে টাকা তুলে নেওয়া হত অনুব্রত বা সুকন্যা মণ্ডলের নামে৷ এই পদ্ধতিতেই গরু পাচারের মতো বেআইনি কারবার থেকে পাওয়া কালো টাকা সাদা করা হত একরকম নিশ্চিত সিবিআই গোয়েন্দারা৷
advertisement
লটারি জয়ের রহস্যভেদ করতে আসানসোল জেলে গিয়েও অনুব্রত মণ্ডলকে জেরা করেছেন সিবিআই আধিকারিকরা৷ যদিও জিজ্ঞাসাবাদে অনুব্রত যথারীতি সহযোগিতা করেননি বলেই সিবিআই সূত্রে খবর৷ লটারি রহস্যভেদে তাই আরও বেশি করে তথ্যপ্রমাণ সংগ্রহেই এখন জোর দিচ্ছেন কেন্দ্রীয় গোয়েন্দারা৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Anubrata Mondal: বার বার লটারিতে লাখপতি অনুব্রত- সুকন্যা! সিবিআই-এর হাতে চাঞ্চল্যকর তথ্য
Next Article
advertisement
সকালে মা দরজা খুলতেই...বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারাল অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
বিছানায়, মশারিতে ছোপ ছোপ রক্ত! শরীরের একাধিক ধারালো অস্ত্রের আঘাত, দেগঙ্গায় ভয়ঙ্কর খুন
  • সাতসকালে ঘর থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ

  • দেগঙ্গার ঘটনাকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস‍্য।

  • পুলিশের প্রাথমিক অনুমান মদ্যপানের আসরেই খুন করা হয়েছে

VIEW MORE
advertisement
advertisement