Anubrata Mondal: অনুব্রত-হীন বীরভূমে এবার বড় সিদ্ধান্ত তৃণমূলের, নতুন দায়িত্ব পাচ্ছেন বিধায়ক অভিজিৎ

Last Updated:

Anubrata Mondal: বীরভূমের মাটিতে দাঁড়িয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলকে ‘বাঘ’ বলে অবিহিত করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম।

নতুন দায়িত্বে অভিজিৎ
নতুন দায়িত্বে অভিজিৎ
#বোলপুর: অনুব্রত মণ্ডল-হীন বীরভূমে জেলা তৃণমূলের শৃঙ্খলা রক্ষার দায়িত্ব পেতে চলেছেন বীরভূমের লাভপুরের বিধায়ক অভিজিৎ সিংহ। সূত্রের খবর, জেলা তৃণমূল নেতা কর্মীদের দলের বিরুদ্ধে বিতর্কিত ফেসবুক পোস্ট ও বিতর্কিত মন্তব্যের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই সিদ্ধান্ত। আপাতত তৃণমূল চালাবে বীরভূম জেলার সমন্বয় কমিটি ও দলের বিভিন্ন বৈঠক ডাকবেন সিউড়ির বিধায়ক বিকাশ রায়চৌধুরী, দলের মুখপাত্র মলয় মুখোপাধ্যায়। বোলপুরে বীরভূম জেলা তৃণমূলের জেলা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত ঘোষণা হতে পারে।
প্রসঙ্গত, বীরভূমের মাটিতে দাঁড়িয়ে জেলবন্দি অনুব্রত মণ্ডলকে ‘বাঘ’ বলে অবিহিত করেছেন রাজ্যের মন্ত্রী তথা তৃণমূল নেতা ফিরহাদ হাকিম। শনিবার রামপুরহাটের বিষ্ণুপুরে একটি জনসভা করেন ফিরহাদ। সেখানেই তিনি অনুব্রতের সঙ্গে বাঘের তুলনা টানেন।
advertisement
শনিবার রামপুরহাটে হাসন বিধানসভার বিষ্ণুপুরে সভা ছিল ফিরহাদের। ঘটনাচক্রে কিছু দিন আগে ওই এলাকাতেই সভা করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। শনিবার সেখান থেকেই ফিরহাদ বিজেপির উদ্দেশে বলেন, ''বনের বাঘ এক দিক থেকে অন্য দিকে চলে গেলে শেয়ালরা মাঝেমাঝে লাফালাফি করে। আবার যেই বাঘ আসে তখন শেয়ালগুলি লেজ নাড়িয়ে পালিয়ে যায়।'' এখানেই থামেননি রাজ্যের মন্ত্রী। তাঁর সংযোজন, ''বীরভূমের বাঘকে তোমরা কিছু দিনের জন্য খাঁচায় রেখেছ। সারা জীবন পারবে না। সেই বাঘ যখন আবার বেরিয়ে আসবে তখন আজ যে শিয়ালগুলি হুক্কা হুয়া করছে তারা সকলে আবার খাঁচায় ঢুকে যাবে।''
advertisement
সামনেই পঞ্চায়েত নির্বাচন। অনুব্রত মণ্ডলও জেলে। ফলে কিছুটা বেকায়দায় তৃণমূল। এই পরিস্থিতিতে জেলার নেতাদের মধ্যে সমন্বয়ের অভাবও যেমন দেখা যাচ্ছে, তেমনই নানা নেতার মন্তব্যে অস্বস্তিতে পড়তে হচ্ছে দলকে। তাই রাশ টানতে এবার বিভিন্ন নেতার হাতে দায়িত্ব ভাগ করে দিচ্ছে শাসক দল। এর আগে ঠিক হয়েছিল অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর এ বার থেকে প্রত্যেক রবিবার বীরভূমে দলের বিধায়ক, সাংসদদের নিয়ে বৈঠক হবে। বোলপুরে জেলা দলীয় কার্যালয়ে বৈঠক হবে। বৈঠকের আহ্বায়ক বীরভূমের সিউড়ির বিধায়ক তথা বীরভূম জেলা পরিষদের সভাধিপতি বিকাশ রায় চৌধুরী। পাশাপাশি বীরভূম জেলা তৃণমূলের নতুন মুখপাত্র হয়েছেন মলয় মুখোপাধ্যায়। অভিজিৎ সিংহ, চন্দ্রনাথ সিনহা-সহ আরও কয়েকজনকে নিয়ে পরিচালন কমিটি গঠন করেছে তৃণমূল। এই কমিটি বীরভূমে দলের কাজকর্ম কীভাবে এগোবে, তা দেখছে।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Anubrata Mondal: অনুব্রত-হীন বীরভূমে এবার বড় সিদ্ধান্ত তৃণমূলের, নতুন দায়িত্ব পাচ্ছেন বিধায়ক অভিজিৎ
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement