Sealdah: ভোরের শিয়ালদহ লোকালে রক্তারক্তি কাণ্ড, আঁতকে উঠল সকলে! আশঙ্কাজনক ব্যবসায়ী

Last Updated:

Sealdah: জানা গিয়েছে, রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে শিয়ালদহ আপ লোকাল ট্রেনে চেপে গড়িয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন মসিয়ার জমাদার।

ফাইল ছবি
ফাইল ছবি
আনিশ উদ্দিন মোল্লা, ডায়মন্ড হারবারঃ ভোরের লোকাল ট্রেনে যাত্রীকে এলোপাথাড়ি ধারালো অস্ত্রের কোপ। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে শিয়ালদহ দক্ষিণ শাখার দেউলা স্টেশনে। আহত ব্যক্তি মসিয়ার জমাদার (৩৮) নেতড়ার বাসিন্দা।
জানা গিয়েছে, রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটে নেতড়া স্টেশন থেকে শিয়ালদহ আপ লোকাল ট্রেনে চেপে গড়িয়ার উদ্দেশ্য রওনা দিয়েছিলেন মসিয়ার জমাদার। নেতড়া স্টেশন থেকে ট্রেন ছাড়লে ট্রেনের কামরায় আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে মসিয়ার জমাদারের উপর চড়াও হয়ে এলোপাথাড়ি কোপ মারে তাঁকে।
advertisement
advertisement
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ট্রেনের কামরার মধ্যে। পরে দেউলা স্টেশন এলে ট্রেন থেকে নেমে দুষ্কৃতীরা চম্পট দেয়। অন্যদিকে ট্রেনের যাত্রীরা আশঙ্কাজনক অবস্থায় মসিয়ার জমাদারকে উদ্ধার করে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার অবস্থার অবনতি হলে চিকিৎসকেরা তাকে কলকাতায় স্থানান্তরিত করেন।
advertisement
জানা যায়, মসিয়ার জমাদার পুরনো জিনিসপত্র কেনাবেচার ব্যবসা করেন। গড়িয়াতে তাঁর দোকান রয়েছে। নিত্যদিনের মতো রবিবার ভোর ৫ টা ৪০ মিনিটের শিয়ালদহ আপ লোকাল ট্রেনে ওঠেন তিনি। সেই সময় দুষ্কৃতীরা তাঁর পেছনে ধাওয়া করে ট্রেনে চাপে। তবে ঘটনার পেছনে পুরনো শত্রুতা রয়েছে বলে মনে করছে মসিয়ার জমাদারের পরিবার। অন্যদিকে ঘটনার তদন্ত শুরু করেছে ডায়মন্ড হারবার জিআরপি থানার পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Sealdah: ভোরের শিয়ালদহ লোকালে রক্তারক্তি কাণ্ড, আঁতকে উঠল সকলে! আশঙ্কাজনক ব্যবসায়ী
Next Article
advertisement
Australia Woman Cricketer Molestation: বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল? ধৃত অভিযুক্ত
বিশ্বকাপ খেলতে আসা অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি, ইনদৌরের রাস্তায় কী ঘটল?
  • অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারের শ্লীলতাহানি৷

  • ইনদৌরের রাস্তায় আক্রান্ত দুই মহিলা ক্রিকেটার৷

  • অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ৷

VIEW MORE
advertisement
advertisement