Mamata Banerjee: 'এই জ্ঞান থাকা উচিত!' মমতাকে বামেদের থেকে শেখার পরামর্শ বীরভূমের তৃণমূল নেতার

Last Updated:

দলের নেতার এ হেন বক্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে শাসক দল৷ অন্য দিকে বিজেপি নেতাদের দাবি, কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতেই এমন মন্তব্য করেছেন বিভাষ অধিকারী নামে ওই নেতা৷

#অক্ষয় ধীবর, নলহাটি: রাজ্যে রাজনৈতিক লড়াই আর দিল্লিতে গিয়ে কেন্দ্রের সঙ্গে বোঝাপড়া রেখে চলা৷ বামেদের দেখানো এই পথই অনুসরণ করা উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ প্রকাশ্য সভায় এমন মন্তব্য করে দলের মধ্যেই বিতর্কে জড়ালেন বীরভূমের নলহাটি ২ নম্বর ব্লকের তৃণমূল সভাপতি বিভাষ অধিকারী৷
দলের নেতার এ হেন বক্তব্যে স্বভাবতই অস্বস্তিতে পড়েছে শাসক দল৷ অন্য দিকে বিজেপি নেতাদের দাবি, কেন্দ্রীয় এজেন্সির হাত থেকে বাঁচতেই এমন মন্তব্য করেছেন বিভাষ অধিকারী নামে ওই নেতা৷ কারণ তিনি টেট দুর্নীতি কাণ্ডে ধৃত তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ৷ ইডি-র নজরেও রয়েছেন নলহাটির এই তৃণমূল নেতা৷ নলহাটিতে একটি শিক্ষক প্রশিক্ষণ কলেজও রয়েছে বিভাষ অধিকারী নামে ওই নেতার৷
advertisement
advertisement
রবিবার বিকেলে নলহাটির নগোরা মোড়ে নলহাটি ২ নম্বর ব্লক যুব তৃণমূল কংগ্রেস কার্যালয়ের উদ্বোধন করতে আসেন বিভাষ অধিকারী৷ সেখানেই ওই তৃণমূল নেতা বক্তব্য রাখতে গিয়ে বলেন, 'আগেও বলেছি, আবারও বলছি৷ সেন্ট্রালের সাহায্য ছাডা় একটা রাজ্য চলে না৷ এত টাকা দেওয়া সম্ভব হয় না৷ ওই বামফ্রন্টের যেমন কূটবুদ্ধি, এখানে কুস্তি করো আর দিল্লিতে গিয়ে মস্তি করো৷ এই জ্ঞান মমতা বন্দ্যোপাধ্যায়ের নেওয়া উচিত ছিল৷ মানুষের স্বার্থে, রাজ্যের স্বার্থে, মানুষের মঙ্গলের স্বার্থে এই জ্ঞান নেওয়া উচিত ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের৷ এটা যদি আমি মিথ্যে বলি, মিলিয়ে নেবেন, সময় আছে৷'
advertisement
তৃণমূলের সঙ্গে বিজেপি-র বোঝাপড়ার অভিযোগ মাঝে মধ্যেই তোলে বামফ্রন্ট, কংগ্রেস৷ তৃণমূলের ব্লক সভাপতির এই অভিযোগে বাম-কংগ্রেসের দাবিও জোরালো হল৷
তবে এই প্রথম নয়, কয়েকদিন আগেও বামফ্রন্ট সরকারকে উৎখাত করতে তৃণমূল কেন্দ্রের বিজেপি সরকারের সঙ্গে হাত মিলিয়েছিল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বার্তায় দাবি করেছিলেন এই তৃণমূল নেতা৷ তাতেও অস্বস্তিতে পড়েছিল শাসক দল৷ তৃণমূল জেলা নেতৃত্বের অবশ্য দাবি, দল বিরোধী মন্তব্য করলে ওই নেতার বিরুদ্ধে পদক্ষেপ করা হবে৷
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Mamata Banerjee: 'এই জ্ঞান থাকা উচিত!' মমতাকে বামেদের থেকে শেখার পরামর্শ বীরভূমের তৃণমূল নেতার
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement