BJP CPIM Alliance in West Bengal: তৃণমূলকে হারাতে জোট বাঁধল সিপিএম-বিজেপি! পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর জেলায় নয়া মডেল
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর কো-অপারেটিভ সোসাইটির ৬৩টি আসনে ভোট গ্রহণ হয়৷ তার মধ্যে ১১টি আসনে লড়েছিল তৃণমূল৷
#নন্দকুমার: তৃণমূলকে হারাতে জোট বাঁধল বিজেপি এবং সিপিএম৷ যার ধাক্কায় রীতিমতো পর্যুদস্ত হল শাসক দল৷ রাজ্যে পঞ্চায়েত ভোটের আগেই সামনে এল জোট রাজনীতির নতুন মডেল৷ পূর্ব মেদিনীপুরের নন্দকুমারে সমবায় নির্বাচনে জোট বেঁধে বড় জয় পেল সিপিএম-বিজেপি জোট৷ উল্টো দিকে খাতাই খুলতে পারল না তৃণমূল৷ সিপিএম-বিজেপি-র এই জোটকে কটাক্ষ করেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ৷
পূর্ব মেদিনীপুরের নন্দকুমারের বহরমপুর কো-অপারেটিভ সোসাইটির ৬৩টি আসনে ভোট গ্রহণ হয়৷ তার মধ্যে ১১টি আসনে লড়েছিল তৃণমূল৷ কিন্তু একটিও আসনে জিততে পারেনি শাসক দল৷ অন্যদিকে বিজেপি জয়ী হয় ৪৩টি আসনে৷ সিপিএম জয়ী হয় ২০টি আসনে৷
advertisement
advertisement
আগেই এই সমবায় ভোটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিংগভাগ আসনে জয়লাভ করেছিল বিজেপি সিপিএম জোটের পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটি। এবার বাকি ১১টি আসনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করে ১১ টি আসনে জয়লাভ করল পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও কমিটি।
পঞ্চায়েত ভোটের আগেই এই সমবায় সমিতির ভোটে বাম-বিজেপি জোটের জয় রাজনৈতিক ভাবেও যথেষ্ট তাৎপর্যপূর্ণ৷
advertisement
নন্দকুমার ব্লকের চকসিমুলা গ্রাম পঞ্চায়েতের বহরমপুর কো-অপারেটিভ এগ্রিকালচার ক্রেডিট সোসাইটি লিমিটেডের নির্বাচনে মোট আসন ৬৩। তার মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আগেই ৫২ টি আসনে জয়ী হয় পশ্চিমবঙ্গ সমবায় বাঁচাও সমিতি। রবিবার ভোট হয় বাকি ১১টি আসনে।
এই ১১টি আসনেও জয়লাভ করে বিজেপি সিপিএম জোট প্রার্থীরা । প্রথমে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মোট ৪৬টি আসনে মনোনয় জমা দিয়েছিলেন৷ তার মধ্যে ভোটের আগেই ৩৫টি আসন থেকে মনোনয়ন প্রত্যাহার করে নেয় শাসক দলের প্রার্থীরা। বাকি ১১টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করেন তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা। সেই ১১টি আসনেও জয়লাভ করেন সিপিএম- বিজেপি জোট প্রার্থীরা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2022 7:41 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
BJP CPIM Alliance in West Bengal: তৃণমূলকে হারাতে জোট বাঁধল সিপিএম-বিজেপি! পঞ্চায়েত ভোটের আগে শুভেন্দুর জেলায় নয়া মডেল