অনুব্রতকে বীরভূমের ‘বাঘ’ বলেছিলেন ফিরহাদ, মুখ খুলে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
'পঞ্চায়েত ভোটে বীরভূমে অনেক জায়গাতেই প্রার্থী খুঁজে পাবে না তৃণমূল'। বললেন শুভেন্দু অধিকারী। 'পিসি-ভাইপো' গোষ্ঠীর চাঞ্চল্যকর দাবিও শুভেন্দুর মুখে।
ভেঙ্কটেশ্বর লাহিড়ী, কলকাতা: বীরভূমের মাটিতে দাঁড়িয়ে প্রকাশ্য সমাবেশ থেকে অনুব্রত মণ্ডলকে 'বাঘ' বলেছিলেন ফিরহাদ হাকিম। তৃণমূল নেতা তথা রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম বর্তমানে গরুপাচার কাণ্ডে জেলবন্দি অনুব্রত মণ্ডলের গ্রেফতার প্রসঙ্গে বিজেপি নেতাদের উদ্দেশ্যে শনিবার বলেন, ‘‘বাঘ না থাকলে শিয়ালগুলো খুব লাফালাফি করে। বাঘকে কিছুদিন খাঁচায় আটকে রাখা যায়, কিন্ত সারা জীবন পারবে না। যেদিন বাঘ খাঁচা থেকে বের হবে সেদিনই শিয়ালগুলো ফের খাঁচায় ঢুকে যাবে।’’
অনুব্রত মণ্ডলের গড় হিসেবে পরিচিত 'অনুব্রতহীন' বীরভূমের সভামঞ্চ থেকে বিজেপিকে ঠিক এই ভাষাতেই আক্রমণ শানান ফিরহাদ। আর ফিরহাদ হাকিমের, অনুব্রত মণ্ডলকে বীরভূমের বাঘ বলা প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কটাক্ষের সুরে বললেন, ‘‘বাঘের গায়ে তো চামড়া নেই। বাঘ আবার লটারির টিকিটও কাটে। এসব বলে আসলে তলিয়ে যাওয়া মনোবলকে বাড়ানোর দাওয়াই দেওয়া হচ্ছে। কিন্ত কোনও লাভ হবে না।’’ পাশাপাশি শুভেন্দু অধিকারী কার্যত চ্যালেঞ্জের সুরে পটাশপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রবিবার বললেন, ‘‘আমি সাম্প্রতিক সময়ে দশবার বীরভূম জেলায় গিয়েছি। যা পরিস্থিতি তাতে আগামী পঞ্চায়েত ভোটে অনেক জায়গাতেই তৃণমূল প্রার্থী খুঁজে পাবে না।’’
advertisement
advertisement
অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল-সহ অস্ত্র বোমা কাণ্ডে তৃণমূলীদের একাংশের গ্রেফতারের প্রসঙ্গে শুভেন্দু অধিকারীকে জিজ্ঞেস করা হলে শুভেন্দুর বিস্ফোরক দাবি, ‘‘বাংলায় গণতন্ত্র আজ বিপন্ন। তৃণমূলের এখন দুটো গোষ্ঠী। পিসি গোষ্ঠী আর ভাইপো গোষ্ঠী। দুই শিবিরের গোষ্ঠীদ্বন্দ্বে ব্যবহার করা হচ্ছে পুলিশকে।’’ এদিকে ফিরহাদের পাল্টা প্রতিক্রিয়া দিতে গিয়ে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষও কটাক্ষের সুরে বলেন, ‘‘বাঘ এতদিন বাঁশের খাঁচায় থাকতো। এখন লোহার খাঁচায় ঢুকেছে। খাঁচার চাবি কার কাছে আছে তা খোঁজা হচ্ছে। জেলে বন্দি অবস্থায় ৯ কেজি ওজন কমেছে। ওই বাঘ ভাবছে আর একটু ওজন কমলেই জেলের ফুটো দিয়ে বেরিয়ে যাবে। কিন্তু সেই সম্ভাবনা নেই। বাঘের খেলা শেষ।’’
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 07, 2022 6:40 AM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
অনুব্রতকে বীরভূমের ‘বাঘ’ বলেছিলেন ফিরহাদ, মুখ খুলে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর