TRENDING:

West Bardhaman News: মায়ের পচাগলা দেহ আগলে শুয়ে ছেলে! দেখে হাড় হিম অবস্থা প্রতিবেশীদের!

Last Updated:

তদন্তকারীদের অনুমান, বার্ধক্যজনিত কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় ওই মৃতদেহের সঙ্গেই দু দিন কাটিয়েছেন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#দুর্গাপুর : মারাত্মক ঘটনার সাক্ষী থাকল পানাগড় রেলপার এলাকা। যে ঘটনার সঙ্গে বছর কয়েক আগে ঘটে যাওয়া রবিনসন স্ট্রীট কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন অনেকই। ঘটনার ছবি দেখে তাজ্জব হচ্ছেন স্থানীয়রা। এই ঘটনা দেখে হতবাক হয়ে যাচ্ছেন পুলিশকর্মীরাও। কারণ, রেলপাড় এলাকায় মৃত মায়ের পচাগলা দেহ আগলে দুদিন বদ্ধ ঘরে কাটিয়ে দিয়েছেন তাঁরই মানসিক ভারসাম্যহীন ছেলে। এই ঘটনায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। যদিও পুলিশ এসে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। পাশাপাশি মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে কাঁকসা থানার পুলিশ।
advertisement

এদিন পানাগড় বাজারের রেলপার ট্যাঙ্কি তলায় বাড়ির ভেতর থেকে এক বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয়রা পচা দুর্গন্ধ পেয়ে পুলিশকে খবর দিলে, কাঁকসা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায়। মৃত বৃদ্ধার নাম বর্ণালী ব্যানার্জি। যে ঘরের ভেতরে বৃদ্ধার মৃতদেহ পড়েছিল, সেই ঘরের খাটে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধার ছেলে বছর পঞ্চাশের তাপস ব্যানার্জি শুয়েছিলেন বলে পুলিশ সূত্রে খবর।

advertisement

আরও পড়ুন- এই রাস্তায় গাড়ি! আঁতকে ওঠেন চালকেরা! কেন জানেন?

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, বৃদ্ধার স্বামী রেলে চাকরি করতেন। স্বামী মারা যাওয়ার পর থেকেই মানসিক অবসাদে ভুগছিলেন তিনি। পাশাপাশি তাঁর ছেলে তাপস ব্যানার্জি মানসিক ভারসাম্যহীন বহুদিন ধরেই। পানাগড় রেল পারের বাড়িতে ছেলেকে নিয়ে একাই থাকতেন তিনি। মৃত বৃদ্ধা একাই বাড়ির সব কাজ করতেন। কিন্তু গত দু'দিন ধরে বৃদ্ধা বাড়ির বাইরে বের হননি। এরপরই ওই বৃদ্ধার পচা গলা মৃতদেহ উদ্ধার করা হয়েছে।

advertisement

View More

আরও পড়ুন- মাদক পাচারের কৌশল দেখে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের! কী কাণ্ড দুর্গাপুরে!

তদন্তকারীদের অনুমান, বার্ধক্যজনিত কারণে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে। কিন্তু তাঁর ছেলে মানসিক ভারসাম্যহীন হওয়ায় ওই মৃতদেহের সঙ্গেই দু দিন কাটিয়েছেন। পরে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসীর তৎপরতায় দেহটি উদ্ধার করা গিয়েছে। তবে মৃতদেহ আগলে ছেলের বদ্ধ ঘরে আটকে থাকার ঘটনায়, অনেকেই রবিনসন স্ট্রীট কাণ্ডের ছায়া দেখতে পাচ্ছেন।

advertisement

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
West Bardhaman News: মায়ের পচাগলা দেহ আগলে শুয়ে ছেলে! দেখে হাড় হিম অবস্থা প্রতিবেশীদের!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল