TRENDING:

Paschim Bardhaman: দেশের প্রথম সিডিএস-এর প্রথম মূর্তি তৈরি আসানসোলে

Last Updated:

দেশের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রাক্তন সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায়। সেই সেনা নায়কের মোমের মূর্তি তৈরি হল আসানসোলে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#আসানসোল : দেশের প্রাক্তন সেনাপ্রধান তথা প্রাক্তন সিডিএস বিপিন রাওয়াতের মৃত্যু হয়েছে হেলিকপ্টার দুর্ঘটনায়। সেই সেনা নায়কের মোমের মূর্তি তৈরি হল আসানসোলে। দেশের মধ্যে প্রথম এই কোথাও প্রাক্তন সেনাপ্রধান তথা সিডিএস এর মোমের মূর্তি তৈরি করা হল। আসানসোলের মহিশীলায় শিল্পী সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে রাখা হয়েছে এই মূর্তিটি। শিল্পী সুশান্ত রায় নিজেই রূপদান করেছেন মূর্তির। প্রায় তিন মাসের বেশি সময় লেগেছে এই মূর্তিটি তৈরি করতে। খরচ হয়েছে লক্ষাধিক টাকারও বেশি। এই বিষয়ে শিল্পী সুশান্ত রায় জানিয়েছেন, বিপিন রাওয়াতের মৃত্যুর পর, তার মূর্তি তৈরীর কথা চিন্তা করেন তিনি।
advertisement

স্বাধীনতা দিবসের দিন সেই মূর্তি উন্মোচনের পরিকল্পনা করেছিলেন। সেই মতো শুরু হয় কাজ। প্রায় দু মাস সময় লেগেছে মূর্তিটি তৈরি করতে। ২২ থেকে ২৪ কেজি মোম ব্যবহার করা হয়েছে মোমের এই মূর্তি তৈরি করতে। তারপর আরও একমাস সময় লেগেছে প্রাক্তন সেনাপ্রধানের পোশাকের জন্য।

আরও পড়ুনঃ ভ্রাতৃত্বের বন্ধনের ডাক দিয়ে রাখি বন্ধন উৎসব পালন তৃণমূলের

advertisement

পানাগড় সেনাঘাঁটির সঙ্গে যোগাযোগ করে শিল্পী সুশান্ত রায় পোশাক আনানোর ব্যবস্থা করেন দিল্লি থেকে। দিল্লি থেকে অনলাইনে সমস্ত পোশাক আনিয়েছেন তিনি। পোশাকের মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি। তারপর প্রায় তিন মাস সময় নিয়ে প্রাক্তন সেনাপ্রধানের মূর্তি তৈরি করতে সফল হয়েছেন তিনি। মূর্তি তৈরির পর রেখেছেন তা নিজের কাছেই।

advertisement

View More

আরও পড়ুনঃ ভ্রমণপিপাসু মানুষদের জন্য দুর্গাপুরে পর্যটন মেলা

স্বাধীনতা দিবসের দিন প্রাক্তন সেনাপ্রধানের মূর্তির উন্মোচন করা হয়েছে। আর তারপর থেকেই সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে ভিড় বেড়েছে দর্শকদের। মিউজিয়ামে বিপিন রাওয়াতের মূর্তি নজর কাটছে সবার। উৎসুক মানুষজন ব্যস্ত হয়ে পড়ছেন দেশের প্রথম সি ডি এস তথা প্রাক্তন সেনাপ্রধানের সঙ্গে সেলফি তুলতে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
৪২০ বছরের প্রথা! একাদশীতে ১২ ঘণ্টার যাত্রার পর জঙ্গিপুরে পেটকাটি দুর্গা প্রতিমা নিরঞ্জন
আরও দেখুন

Nayan Ghosh

বাংলা খবর/ খবর/পশ্চিম বর্ধমান/
Paschim Bardhaman: দেশের প্রথম সিডিএস-এর প্রথম মূর্তি তৈরি আসানসোলে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল