স্বাধীনতা দিবসের দিন সেই মূর্তি উন্মোচনের পরিকল্পনা করেছিলেন। সেই মতো শুরু হয় কাজ। প্রায় দু মাস সময় লেগেছে মূর্তিটি তৈরি করতে। ২২ থেকে ২৪ কেজি মোম ব্যবহার করা হয়েছে মোমের এই মূর্তি তৈরি করতে। তারপর আরও একমাস সময় লেগেছে প্রাক্তন সেনাপ্রধানের পোশাকের জন্য।
আরও পড়ুনঃ ভ্রাতৃত্বের বন্ধনের ডাক দিয়ে রাখি বন্ধন উৎসব পালন তৃণমূলের
advertisement
পানাগড় সেনাঘাঁটির সঙ্গে যোগাযোগ করে শিল্পী সুশান্ত রায় পোশাক আনানোর ব্যবস্থা করেন দিল্লি থেকে। দিল্লি থেকে অনলাইনে সমস্ত পোশাক আনিয়েছেন তিনি। পোশাকের মূল্য প্রায় ৪০ হাজার টাকা বলে জানিয়েছেন তিনি। তারপর প্রায় তিন মাস সময় নিয়ে প্রাক্তন সেনাপ্রধানের মূর্তি তৈরি করতে সফল হয়েছেন তিনি। মূর্তি তৈরির পর রেখেছেন তা নিজের কাছেই।
আরও পড়ুনঃ ভ্রমণপিপাসু মানুষদের জন্য দুর্গাপুরে পর্যটন মেলা
স্বাধীনতা দিবসের দিন প্রাক্তন সেনাপ্রধানের মূর্তির উন্মোচন করা হয়েছে। আর তারপর থেকেই সুশান্ত রায়ের ওয়াক্স মিউজিয়ামে ভিড় বেড়েছে দর্শকদের। মিউজিয়ামে বিপিন রাওয়াতের মূর্তি নজর কাটছে সবার। উৎসুক মানুষজন ব্যস্ত হয়ে পড়ছেন দেশের প্রথম সি ডি এস তথা প্রাক্তন সেনাপ্রধানের সঙ্গে সেলফি তুলতে।
Nayan Ghosh