পাশাপাশি পড়ুয়ারা মারাত্মক অভিযোগ করছেন। পড়ুয়াদের অভিযোগ, তারা শান্তিপূর্ণভাবে যখন অনশন করছিলেন, তখন পুলিশ লাঠিচার্জ করেছে পড়ুয়াদের ওপর। শুক্রবার সন্ধ্যার পরে অনশন চালানোর সময় পুলিশের লাঠিচার্জ করেছে বলে অভিযোগ করেছেন পড়ুয়ারা। তাদের আরও অভিযোগ, পুলিশের লাঠিচার্জের সময় বেশ কয়েকজন পড়ুয়া আহত হয়েছেন।
আরও পড়ুনঃ হারিয়ে যাওয়া একগুচ্ছ মোবাইল ফেরাল পুলিশ
advertisement
এই ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জড়িত থাকার অভিযোগ তুলছেন তারা। যদিও এই ব্যাপারে এখনও পর্যন্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বা পুলিশের তরফ থেকে কোনও বিবৃতি দেওয়া হয়নি।
আরও পড়ুনঃ অনলাইনে পরীক্ষার দাবিতে কী ভয়ঙ্কর কাণ্ড পড়ুয়ার! তুমুল শোরগোল বিশ্ববিদ্যালয় চত্বরে!
তবে পড়ুয়াদের অফলাইন পরীক্ষার বিরুদ্ধে গিয়ে যে প্রতিবাদ, তা যে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সে বিষয়ে আর বলার অপেক্ষা রাখে না এখন দেখার, কাজী নজরুল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সিদ্ধান্ত বদল করে পড়ুয়াদের দাবি মেনে নেয়, নাকি অফলাইন পরীক্ষার সিদ্ধান্তে অনড় থাকে।
Nayan Ghosh