আরও পড়ুন: অন্নপ্রাশনে অভিনব উপহার, নাতনিকে মঙ্গলগ্রহের জমি কিনে দিলেন ঠাকুমা, কত দাম পড়ল?
মূলত প্রাক্তন খেলোয়াড়দের নিয়েই এই ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। প্লেয়ারস অ্যাসোসিয়েশন প্রাক্তন ফুটবল খেলোয়াড়দের পাশে সবসময় সাহায্যের হাত বাড়িয়ে দেয়। কোনও প্রাক্তন খেলোয়াড় যেকোনও রকম সমস্যার সম্মুখীন হলে, সেই সমস্যা সমাধানে উদ্যোগী হয় এই সংস্থা। প্রাক্তন খেলোয়াড়দের মধ্যে যাতে মাঠে নামতে না পারার দুঃখ জেঁকে না বসে, তার জন্য এই বিশেষ ফুটবল প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে। যেখানে মাঠ ছেড়ে আসার পর আবার মাঠে নামার সুযোগ পাচ্ছেন প্রাক্তন খেলোয়াড়রা। প্রতিযোগিতাকে কেন্দ্র করে উদ্যোক্তা এবং অংশগ্রহণকারীদের মধ্যে উদ্দীপনা রয়েছে তুঙ্গে। প্রতিদিন বিকেলে শুরু হচ্ছে ম্যাচ।
advertisement
আরও পড়ুন: ভুবন বাদ্যকরের ভাগ্য বদল! রাজমহলে বসে হাতে পেলেন দামী উপহার! ভাইরাল ভিডিও...
উল্লেখ্য, প্লেয়ারস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে যে নকআউট ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, সেই প্রতিযোগিতা বিগত দুবছর করোনা মহামারীর জন্য আয়োজন করা যায়নি। তবে চলতি বছরে সংক্রমণ প্রায় আয়ত্তে চলে আসায় আবার ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এই প্রতিযোগিতা আয়োজন এর ফলে প্রাক্তন খেলোয়াড়রা নতুন উদ্যম খুঁজে পেয়েছেন। নতুন উদ্যমে মাঠে নেমেছেন। তারা প্রাক্তন হওয়ার দুঃখ ভুলতে পেরেছেন।
Nayan Ghosh