উল্লেখ্য, বিগত কয়েকদিন ধরেই একটি অডিও বার্তা নিয়ে উত্তাল রয়েছে আসানসোলের কুলটি। গরু পাচার সংক্রান্ত কিছু কথোপকথন রয়েছে ওই অডিও বার্তায়। যেখানে কুলটির বিধায়ক অজয় পোদ্দারের ছেলের নাম জড়িয়েছে বলে অভিযোগ।
আরও পড়ুন - '৬০ দিন ছাড়ুন, রাস্তায় আমাদের মতো তাঁবু খাটিয়ে ৬ দিন থাকুন!' চ্যালেঞ্জ অভিষেকের
আরও পড়ুন - শুভেন্দুর সঙ্গে হোটেলে গোপন বৈঠক চার তৃণমূল নেতার? পোস্টারে ছয়লাপ তমলুক
advertisement
সে বিষয়ে প্রশ্ন করা হয়েছিল বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারিকে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি নেতা বলেছেন, এমন একজন বিজেপি নেতার দিকে গরু পাচার সংক্রান্ত অভিযোগ তোলা হচ্ছে, যিনি একটি গোশালা চালান। যেখানে অসুস্থ এবং বয়স্ক গরুদের সেবা-শুশ্রূষা করা হয়। ফলে তারদিকে গরু পাচার সংক্রান্ত অভিযুক্ত ওঠা উচিত নয় বলেই দাবি করেছেন জিতেন্দ্র তিওয়ারি।
একই সঙ্গে গরু পাচার সংক্রান্ত বিষয়ে লেনদেনের অভিযোগের ভিত্তিতে জিতেন্দ্র অধিকারী বলেছেন, বিজেপি নেতাদের কেন কেউ টাকা পয়সা দেবে? এসব কাজকর্মে যাদের মদত রয়েছে অর্থাৎ প্রশাসনের দিকে ঘুরিয়ে অভিযোগের আঙুল তুলেছেন তিনি। তখনই জিতেন্দ্র তেওয়ারি বলেছেন, বিজেপি নেতাদের কেউ সম্মান করেন না।
পুলিশ প্রশাসন কথা শোনে না বিজেপি বিধায়কের। এমনকি সরকারি বিভিন্ন বৈঠক থেকেও বিজেপি বিধায়করা বঞ্চিত হন বলে অভিযোগ তুলেছেন তিনি। তখনই আক্ষেপের সুরে জিতেন্দ্র তিওয়ারিবলেছেন, বিজেপি নেতাদের কেউ এক কাপ চা'ও খেতে বলেন না। তাহলে এই দুর্নীতির লেনদেনে কী ভাবে বিজেপি বিধায়কের জড়িয়ে থাকার বিষয়টি উঠে আসছে, ঘুরিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি।
Nayan Ghosh