Suvendu Adhikari: শুভেন্দুর সঙ্গে হোটেলে গোপন বৈঠক চার তৃণমূল নেতার? পোস্টারে ছয়লাপ তমলুক

Last Updated:

ওই নেতাদের 'গদ্দার', 'মীরজাফর' বলে অভিহিত করে তমলুক শহর জুড়ে পোস্টার পড়েছে৷

শুভেন্দু অধিকারী৷
শুভেন্দু অধিকারী৷
তমলুক: ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে শুভেন্দু অধিকারীর হাত ধরে শাসক দল ছেড়ে পদ্ম শিবিরে নাম লেখানোর হিড়িক লেগে গিয়েছিল৷ ভোটের ফল প্রকাশিত হতেই অবশ্য বিপরীতমুখী স্রোত শুরু হয়৷
এবার ফের একবার চার তৃণমূল নেতার সঙ্গে পূর্ব মেদিনীপুরের তমলুকের হোটেলে শুভেন্দু অধিকারীর বৈঠকের অভিযোগকে কেন্দ্র করে পূর্ব মেদিনীপুরে শাসক দলের অন্দরে ঝড়৷ ওই নেতাদের 'গদ্দার', 'মীরজাফর' বলে অভিহিত করে তমলুক শহর জুড়ে পোস্টার পড়েছে৷ অবিলম্বে ওই নেতাদের দল থেকে বহিষ্কারের দাবিও উঠেছে৷ যদিও বিতর্কে নাম জড়ানো তৃণমূল নেতারা এ বিষয়ে মুখ খুলতে চাননি৷
advertisement
advertisement
 যে পাঁচ নেতার বিরুদ্ধে শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাতের অভিযোগ উঠেছে, তাঁদের মধ্যে রয়েছেন তৃণমূলের তমলুক টাউন ব্লক সভাপতি চঞ্চল খাঁড়া৷ তিনি তমলুক পুরসভার কাউন্সিলর পদেও রয়েছেন৷ এ ছাড়াও পুরসভার কাউন্সিলর কানাইলাল দাস, বিমল ভৌমিক, গৌতম পালের নামও রয়েছে তালিকায়৷
advertisement
তমলুক শহরের প্রায় সর্বত্র পোস্টারে এই নেতাদের নাম দিয়ে অভিযোগ তোলা হয়েছে, কোন উদ্দেশ্যে তাঁরা বার বার শুভেন্দু অধিকারী এবং তাঁর ভাই সৌমেন্দু অধিকারীর সঙ্গে গোপন বৈঠক করছেন? পোস্টারে আরও লেখা, 'এবার আওয়াজ তুলবে নতুন তৃণমূল (ঠিক যেমন সাধারণ মানুষ চায়)। তাম্রলিপ্ত পৌরসভার কাউন্সিলর চঞ্চল খাঁড়া, কানাইলাল দাস, বিমল ভৌমিক গৌতম পালরা আসলে কোন দলের জবাব চাই জবাব দাও৷ মীরজাফর, চোর, গদ্দারদের দল থেকে হঠাও৷'
advertisement
পঞ্চায়েত নির্বাচনের ঠিক আগে এই ঘটনায় স্বভাবতই অস্বস্তিতে শাসক দলের জেলা নেতৃত্ব৷ বিশেষ শুভেন্দু অধিকারীর নিজের জেলা পূর্ব মেদিনীপুরে যখন পঞ্চায়েত ভোটে তাঁকে কোণঠাসা করতে মরিয়া তৃণমূল, সেখানে দলের নেতাদের একাংশেরই তাঁর সঙ্গে যোগাযোগের অভিযোগ তৃণমূলের সাংগঠনিক দুর্বলতারই প্রমাণ৷ দলের জেলা সভাপতি সৌমেন মহাপাত্র বলেন, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে৷ অন্যদিকে অভিযুক্ত নেতা চঞ্চল খাঁড়াও জানিয়েছেন, জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের সঙ্গে কথা বলেই এ বিষয়ে যা বলার বলবেন৷
advertisement
জেলা তৃণমূলের সহ সভাপতি চিত্তরঞ্জন মাইতি বলেন, 'গোটা বিষয়টি দলীয় স্তরে তদন্ত করে দেখা হবে। অভিযোগের সত্যতা এবং কারা অভিযোগ তুলে পোস্টার দিয়েছে, তা খতিয়ে দেখা হবে।'
view comments
বাংলা খবর/ খবর/পূর্ব মেদিনীপুর/
Suvendu Adhikari: শুভেন্দুর সঙ্গে হোটেলে গোপন বৈঠক চার তৃণমূল নেতার? পোস্টারে ছয়লাপ তমলুক
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement